বাইশারীতে স্বল্পমূল্যে টিসিবি পণ্য পেয়ে খুশি নিম্নআয়ের মানুষ

আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে স্বল্পমূল্যে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) নিত্যপণ্য পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন ফ্যামিলি কার্ডধারী নিম্নআয়ের মানুষ। টিসিবির এই উদ্যোগ তাদের দৈনন্দিন জীবনে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলতে সাহায্য করেছে।

সোমবার (২৪ নভেম্বর) সকাল ১০টায় বাইশারী ইউনিয়ন পরিষদ চত্বরে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম অনুষ্ঠিত হয়। সকাল থেকেই প্রয়োজনীয় পণ্য সংগ্রহে ক্রেতাদের ভিড় দেখা যায়।

নিম্নআয়ের মানুষের দাবি, তালিকাভুক্ত পণ্যের পাশাপাশি আরও কিছু নিত্যপ্রয়োজনীয় পণ্য টিসিবির তালিকায় যুক্ত করা উচিত। পাশাপাশি সারা বছরব্যাপী এ ধরনের কার্যক্রম নিয়মিত চালুর আহ্বান জানান তারা।

ক্রেতা আবু তৈয়ব বলেন, “টিসিবির পণ্য বাজারে আসায় আমরা অল্প দামে প্রয়োজনীয় জিনিস কিনতে পারছি। বাজারের তুলনায় দাম অনেক কম হওয়ায় মানুষের ভিড়ও বেশি। তবে চাহিদার তুলনায় সরবরাহ বাড়ানো প্রয়োজন।”

বাইশারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলম বলেন, “আমাদের ইউনিয়নের খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষের মাঝে টিসিবি পণ্য বিতরণের ফলে তারা খুবই আনন্দিত ও উপকৃত হয়েছেন।”

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলার টিসিবি ডিলার অজয় চক্রবর্তী বলেন, “দৌছড়ি ইউনিয়নে নেটওয়ার্ক সমস্যা থাকায় পণ্য বিতরণে কিছুটা ভোগান্তি হচ্ছে। তবুও মানুষের সুবিধার জন্য আমরা নিয়মিতভাবে বিতরণ কার্যক্রম চালিয়ে যাচ্ছি।”

স্থানীয়দের আশা, টিসিবির এই উদ্যোগ আরও ব্যাপকভাবে সম্প্রসারিত হলে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের বাজারসংক্রান্ত চাপ উল্লেখযোগ্যভাবে কমে আসবে।