বান্দরবানের রুমা ও থানচি সড়ক গণপরিবহন চলাচল বন্ধ

নিউজ ডেস্ক।।
পাহাড়ী বিচ্ছিন্নতাবাদী সংগঠন কেএনএফ এর হুমকিতে বান্দরবানের রুমা ও থানচি সড়ক গণ পরিবহন চলাচল বন্ধ রয়েছে। নিরাপত্তার কারণে রবিবার সকাল থেকে এই দুটি সড়ক বাস চলাচল বন্ধ করে দেয় পরিবহন শ্রমিকরা। এতে দূর্ভাগ পড়েছে সাধারণ যাত্রীসহ পর্যটকরা।

পরিবহন শ্রমিকরা জানায়, রবিবার সকাল কেএনএফ সদস্যরা এক পরিবহন শ্রমিককে ধরে নিয়ে গিয়ে মারধর করে এর ফলে নিরাপত্তার কারনে রুমা থানচি সড়ক বাস চলাচল বন্ধ করে দেয় পরিবহন শ্রমিকরা। গত ১৪ ই ফেব্রুয়ারী রুমায় বম জনগাষ্ঠীর উপর হামলায় জড়িতদের শাস্তির আওতায় আনার দাবীতে তিন উপজেলায় যান চলাচল বন্ধের ঘোষনা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতি দেয় কুকি চিন ন্যাশনাল ফ্রট কেএনএফ। রবিবার সকাল যান চলাচল বন্ধ রাখার জন্য এক পরিবহন শ্রমিককে তুলে নিয়ে গিয়ে মারধর করে কেএনএফ। এরপর থেকে রুমা থানচি সড়ক বাস চলাচল বন্ধ করে দেয় পরিবহন শ্রমিকরা।

বান্দরবান -রোয়াংছড়ি-রুমা-থানছি মোটরযান পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ নুরুল আলম জেলা ও উপজেলা বাস ও জীপ স্টেশনের লাইনম্যানদের বরাতে বিষয়টি স্বীকার করেছেন।

রুমা উপজেলা চেয়ারম্যান উহ্লা চিং মারমা জানান তার ছোটভাই রুমা বাস স্টেশনের লাইনম্যান লুপ্রু মারমাকে সকালে বাড়ি থেকে বাস স্টেশনে যাওয়ার সময় পলিকা পাড়া শ্বশান এলাকায় কুকিচিন ন্যাশনাল আর্মী(কেএনএ) সদস্যরা ধরে নিয়ে হামলা করে আহত করেছে। লুপ্রুকে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।

তিনি আরো বলেন লুপ্রু মারমা(৫৩) বাসের লাইনম্যানের দায়িত্ব পালনের জন্য সকাল ৭টার দিকে সদরঘাট থেকে বাজারে যাচ্ছিল। এসময় পলিকা পাড়া শ্বশান এলাকা থেকে তাকে তুলে নিয়ে যায়- কেএনএ সশস্ত্র সদস্যরা। আধা ঘন্টার পর মারধর করে ছেড়ে দেয়া হয় তাকে।

রুমা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও ২নং রুমা সদর ইউনিয়নের চেয়ারম্যান শৈমং মারমা (শৈবং) বলেন, রুমায় এখন রাস্তায় রাস্তায় কুকিচিন আর্মির সদস্যরা টহল দিচ্ছে,মানুষজনকে হুমকী ও মারধর করছে। গাড়ি না চালানোর জন্য হুমকী দিচ্ছে একারনে রুমা থেকে বান্দরবান কোন বাস ও যানবাহন চলেনি বলে জানান তিনি।
বান্দরবান -রোয়াংছড়ি-রুমা-থানছি মোটরযান পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ নুরুল আলম বলেন সকাল বান্দরবান থেকে বাঘমারা ও রোয়াংছড়ি বাস চলাচল স্বাভাবিক আছে। কিন্তু রুমা ও থানছি স্টেশন থেকে সকাল হতে কোন বাস ছেড়ে আসেনি। কেন আসেনি প্রশ্ন করা হলে লাইনম্যানদের বরাতে তিনি জানান কুকিচিন ন্যাশনাল আর্মি(কেএনএ) বাস না চালানোর নিষেধ করেছে তাই বাস চলাচল বন্ধ রয়েছে বলে জানান তিনি।

রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহজাহান জানান, রুমা থেকে বান্দরবান সকাল থেকে বাস চলাচল বন্ধ রয়েছে বলে শুনেছেন । সকাল থেকে আইনশৃংখলা বাহিনীর টহল বৃদ্ধি করা হয়েছে। এব্যাপারে কেউ অভিযোগ করেনি অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।

উল্লেখ্য, গত ১৪ ই ফেব্রুয়ারী রুমা উপজেলায় বম জনগোষ্ঠীর বাড়ী ঘর হামলা চালিয়ে ভাঙচুর করে দূর্বত্তরা। এর প্রতিবাদে জড়িতদের শাস্তির আওতায় আনার দাবীতে রুমা, রোয়াংছড়ি ও থানচি উপজেলায় সব ধরনের যান চলাচল বন্ধের ঘোষনা দেয় কেএনএফ।
#সংগৃহিত