বান্দরবানে সেনাবাহিনীর উদ্যোগ: বিলুপ্ত রেংমিটচ্যা ভাষা রক্ষায় প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা

।। বিশেষ প্রতিনিধি।।
বান্দরবানের শিক্ষার প্রসারে এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের বিলুপ্তপ্রায় রেমিটচ্যা ভাষা সংরক্ষণ ও নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে আলীকদম উপজেলার দুর্গম ক্রাংসিপাড়ায় সেনাবাহিনীর তত্ত্বাবধানে নির্মিত হয়েছে ক্রাসিং পাড়া সেনা মৈত্রী প্রাথমিক বিদ্যালয়।

এসময় নবাগত রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মেহেদী হাসান, আলীকদম জোনের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. শওকাতুল মেনায়েম, বান্দরবান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিনারুল হকসহ ক্রাংসিপাড়া সেনা মৈত্রী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী এবং সেনাবাহিনী এবং প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।