বৃহত্তর নারিচবুনিয়া সমাজ কল্যাণ পরিষদের ৪২তম সীরাতুন্নবী (সঃ) মাহফিল সম্পন্ন 

।। আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি।।
ইসলামের সুমহান দাওয়াত ঘরে ঘরে পৌঁছে দিতে কুরআন-সুন্নাহ অনুসরণের বিকল্প নেই আল্লামা আব্দুল কাদের

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের বৃহত্তর নারিচবুনিয়া সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে ২ দিনব্যাপী ঐতিহাসিক সীরাতুন্নবী (সঃ) মাহফিল মুহুর্মুহু আমিন আমিন ধ্বনিতে সম্পন্ন হয়েছে। 

গত ১৮ ও ১৯ ফেব্রুয়ারী রবিবার ও সোমবার আসরের নামাজের পর থেকে নারিচবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের  ময়দানে নারিচবুনিয়া আলোর প্রদীপ এসোসিয়েশনের সার্ভিক সহযোগিতায় আনোয়ার হোসেনের পরিচালনায় সমাজ সেবক সাহাব উদ্দিনের সভাপতিত্বে সমাপনী দিনে 

প্রধান বক্তার আলোচনা পেশ করেন বিশিষ্ট মুফাচ্ছিরে কোরআন ও ইসলামী চিন্তাবিদ আল্লামা আব্দুল কাদের জিহাদী (চুয়াডাঙ্গা)। 

কনকনে শীত হু হু করে কাঁদছে হাজারো মানুষ নিজেদের অতীত জীবনের পাপমোচন, বরকতময় জিন্দেগি ও জালিমের জুলুম থেকে মুসলিম উম্মাহকে হেফাজত করার প্রার্থনায় মহান আল্লাহর দরবারে মুহুর্মুহু আমিন আমিন ধ্বনিতে 

নারিচবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ময়দান লোকে লোকারণ্য আশপাশের গ্রাম-রাস্তা-ঘাট ২ দিনব্যাপী সিরাতুন্নবী (সাঃ) মাহফিলের আখেরি মোনাজাত পরিচালনা করেন

চট্টগ্রাম আগ্রাবাদ হাউজিং সোসাইটি জামে মসজিদের খতিব আল্লামা আইয়ুব আলী আনসারী।

প্রধান বক্তা আল্লামা আবদুল কাদের জিহাদী আলোচনায় বলেন, ইসলামের সুমহান আদর্শের দাওয়াত মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে দৈনন্দিন জীবনে কুরআন-সুন্নাহ অনুসরণের বিকল্প নেই। মহাগ্রন্থ আল কুরআনের শিক্ষা ছাড়া কলুষমুক্ত সমাজ বিনির্মাণ সম্ভব নয়। আল্লামা আব্দুল কাদের জিহাদী বলেন, আজ আল্লাহর কুরআন ও রাসুল (সঃ) এর সুন্নাহ থেকে দূরে সরে পড়ার কারণে মুসলমানরা পদে পদে লাঞ্ছিত হচ্ছে। সেই দুর্বলতার সুযোগ নিয়েই ইহুদী নাসারার দল মুসলমানদের প্রধান কেবলা বায়তুল মুকাদ্দাস নিয়ে ষড়যন্ত্রের জাল বুনছে। ফিলিস্তিনের রাজধানী জেরুসালেমকে ইসরাইলের ঘোষণা করার মতো দুঃসাহস দেখাচ্ছে। তিনি বলেন, মুসলমানদের এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। তাই ইসলামের সুমহান আদর্শকে ধারণ করার মাধ্যমে বিশ্ব মুসলমানের ঐক্যের ভিত্তি মজবুত করতে কুরআন ও সুন্নাহর সুশীতল ছায়াতলে সকলকে এগিয়ে আসতে হবে। বিশাল মাহফিলে আলোচনা পেশ করেন চট্টগ্রাম আগ্রাবাদ হাউজিং সোসাইটি জামে মসজিদের খতিব আল্লামা আইয়ুব আলী আনসারী, মাওলানা আবু তাহের নোমানী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাইশারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলম কোম্পানি, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক মাওলানা রফিক বসরী,সাবেক ইউপি সদস্য আবদুর রহিম,