রুমা সদরঘাটে আগুনে পুড়ে ছাই ১টি দোকান

মোঃ শহিদুল ইসলাম শহীদ/ মোঃ লোকমান হাকিমঃ বান্দরবান জেলার রুমা উপজেলা সদর ইউনিয়নের সদরঘাট এলাকায় একটি দোকান পুড়ে ছাই হয়েছে

শনিবার (৯ ফেব্রুয়ারি)২০৫, আনুমানিক পৌনে বারোটার দিকে গ্যাসের চুলা থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে। তবে এ ঘটনায় আহত বা নিহতের খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানা যায়, জসিমং মার্মা এর চায়ের দোকানের গ্যাসের সিলিন্ডারের চুলা হতে মূলত আগুনের সূত্রপাত ঘটে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় মালামালসহ সম্পূর্ণ দোকান পুড়ে বস্মিভুত হয়েছে।

স্থানীয়রা জানান, অগ্নিকান্ড দেখতে পেয়ে স্থানীয়রা সহ সদরঘাট সংলগ্নে বিজিবি লেঃ কর্নেল এ বি এম শাহ্ রেজা, পিএসসি এর নেতৃত্বে বিজিবি টিম ও খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা অগ্নি নিবারণ চেষ্টা চালিয়েছেন।

উক্ত অগ্নিকাণ্ডের ঘটনায় দোকানের বিভিন্ন মালামাল পুঁড়ে আনুমানিক তিনলক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানা যায়।