লামাতে বিজয় দিবসের ডিসপ্লে প্রদর্শনীতে প্রথম স্থান লামা স্বপ্ন কানন বিদ্যাপীঠ

বিপ্লব দাশ, লামা প্রতিনিধি।।
বাংলাদেশের সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস-২০২৩ উপলক্ষে আয়োজিত ডিসপ্লে প্রতিযোগিতায় বান্দরবান এর লামা উপজেলায় মাধ্যমিক পর্যায়ে ডিসপ্লে প্রদর্শনী তে বিশেষ পারদর্শিতা পুরস্কার পাওয়ার গৌরব অর্জন করেছে লামা স্বপ্ন কানন বিদ্যাপীঠ স্কুলের শিক্ষার্থীরা।

উপজেলা প্রশাসনের আয়োজনে লামা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে ডিসপ্লে প্রদর্শনীতে মাধ্যমিকে প্রথম স্থান অর্জন করে স্কুলের শিক্ষার্থীরা স্বাধীনতা থেকে বঙ্গবন্ধু টানেল আজকের উন্নয়নের গল্প  নিয়ে গানের সঙ্গে তাল মিলিয়ে ডিসপ্লে প্রদর্শন করেছে লামা স্বপ্ন কানন বিদ্যাপীঠ স্কুলের মাধ্যমিকের ১২০ জন শিক্ষার্থী। মনোমুগ্ধকর এ ডিসপ্লেতে তারা পেয়েছে প্রথম স্থান।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লামা উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল, লামা উপজেলা নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশ, লামা থানার অফিসার ইনচার্জ মো.শামীম শেখ, পৌর মেয়র মো: জহিরুল ইসলাম  এবং উপজেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা।

২০১৯ সালে রুপসীপাড়া ইউনিয়নের অহ্লা পাড়া এলাকায় কয়েকজন ছাত্রছাত্রী নিয়ে যাত্রা শুরু করে। লামা স্বপ্নকানন বিদ্যাপীঠ গত ৪ বছরের পরিক্রমায় জাতি-ধর্ম নির্বিশেষে এখন এখানে তিনশত এর বেশি মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থী পড়ালেখা করছেন।