

মো. ইসমাইলুল করিম, প্রতিনিধি :
পার্বত্য জেলার বান্দরবানের লামায় পাহাড়ি জনপদে স্বাস্থ্যসেবায় শৃঙ্খলা ফেরাতে উপজেলার প্রশাসনের অভিযান পাহাড়ের আঁচলে ঘেরা এক জনপদ লামা।এখানকার মানুষের জীবন এখনো প্রকৃতিনির্ভর, কিন্তু অসুখ-বিসুখ যখন আসে। তখন ভরসা বলতে হাতে গোনা কয়েকটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসি। তবে দুঃখজনক বাস্তবতা হলো।এসব প্রতিষ্ঠানের বেশ কিছুতে চলছে নানা অনিয়ম, যা সরাসরি হুমকি জনস্বাস্থ্যের প্রতি।
এই অনিয়মের লাগাম টানতেই গত-মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত লামা উপজেলা প্রশাসন মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবায়েত আহমেদ সহযোগিতায় ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) সহ স্বাস্থ্য দপ্তরের কর্মকর্তাগণ।
অভিযানে দেখা যায়, মেয়াদোত্তীর্ণ লাইসেন্স, টেস্ট ফির তালিকা না থাকা, অনুমোদিত সেবা প্রদান, অস্বাস্থ্যকর পরিবেশ এমন একাধিক অনিয়মে জর্জরিত বেশ কিছু প্রতিষ্ঠান। এসব অপরাধে লামা সদরের পরিচিত প্রতিষ্ঠান ‘আলিঙ্গন হসপিটাল’কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্ট অভিযানে রুবায়েত আহমেদ বলেন, লামার মানুষের জন্য নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। স্বাস্থ্যখাতে কোনো প্রকার অনিয়ম বা অব্যবস্থাপনা সহ্য করা হবে না। নিয়মিত অভিযান চালিয়ে আমরা এ খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনবো। অভিযানের সময় পর্যালোচনা করা হয় প্রতিটি প্রতিষ্ঠানের লাইসেন্স নবায়ন, টেস্ট ফির চার্ট প্রদর্শন, যন্ত্রপাতির সঠিকতা, পরিচ্ছন্নতা ও কর্মীদের প্রশিক্ষণ এসব মৌলিক বিষয়। একইসঙ্গে ফার্মেসিগুলোতে ড্রাগ লাইসেন্স, ওষুধের মেয়াদ, ‘ফিজিশিয়ান’স স্যাম্পল’ সংরক্ষণ এবং ফার্মাসিস্ট সার্টিফিকেট যাচাই-বাছাই করা হয়।
লামার স্থানীয় সাধারণ এই অভিযান’কে স্বাগতম জানায় বলেন, অভিযানের কারণে এখন সবাই নিজেদের কাগজপত্র ঠিক রাখবে। এতে জনগণও নিশ্চিন্তে চিকিৎসা নিতে পারবে। প্রশাসনের এমন পদক্ষেপে স্বস্তি ফিরে এসেছে সাধারণ মানুষের মনে। কারণ, পাহাড়ি এই অঞ্চলে স্বাস্থ্যসেবা পাওয়া এখনো চ্যালেঞ্জের বিষয়। অনেক সময় রোগীর জীবন ঝুঁকিতে পড়ে কেবল একটি ভুল রিপোর্ট বা অবহেলার কারণে। এই মোবাইল কোর্ট অভিযান তাই শুধু “অনিয়ম দমন” নয়, বরং এটি স্বাস্থ্যখাতে জবাবদিহিতা ও আস্থার নতুন সূচনা। যদি এমন তদারকি নিয়মিত হয়, তাহলে হয়তো একদিন লামার মানুষও নিশ্চিন্তে বলতে পারবে। আমরাও পায় নিরাপদ, মানসম্মত স্বাস্থ্যসেবা এমন মন্তব্য করছেন।