লামায় সুতাবাদী-খেদারবান-মগনামা পাড়া রাস্তার বেহাল দশা; সামন্য বৃষ্টিতেই জলবদ্ধতায় চরম দূর্ভোগ

মো. ইসমাইলুল করিম, প্রতিনিধি:
পার্বত্য জেলার বান্দরবানের লামায় ফাইতং ইউনিয়নে বানিয়ারছড়া-সুতাবাদীপাড়া- খেদারবান-মগনামাপাড়া সংলগ্ন (ফাইতং মেইন রোড একটি অংশ) এই রাস্তার বেহাল দশা,সামন্য বৃষ্টি হলে জলবদ্ধতায় চরম দূর্ভোগ পহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। ফাইতং ইউনিয়ন ৫নং ওয়ার্ড এলাকায় মাহবুব আলমের বাড়ির সংলগ্ন প্রায় ২০গজ রাস্তাটি বেহাল দশার কারণে বৃষ্টির দিনে ভাঙা রাস্তার গর্তে পড়ে সিএনজি,ব্যাটারি চালক অটোবাইক-রিক্সা ও ভ্যানগাড়ি এমনি বানিয়ারছড়া হতে সুতাবাদী পাড়া আমতলী মুখী একমাত্র সড়ক সিএনজি, টমটমও শতশত বিদ্যালয়ে শিক্ষার্থীরা নানাবিধ সমস্যায় পড়ে। দীর্ঘ দিন যাবৎ বেহাল অবস্থায় পরে রয়েছে। দেখার কেউ নেই এমনকি বারবার কর্তৃপক্ষকে বলেও আদৌও কোন লাভ হয়নি এমনটি মন্তব্য করেন স্থানীয় ভুক্তভোগীরা।

বৃহস্পতিবার (০৯ অক্টোবর) সকালে সরেজমিনে গিয়ে দেখা গেছে, রাস্তা দেওয়া ইট নষ্ট হয়ে বিশাল গর্তে পরিনত হয়েছে।বৃষ্টি হলে রাস্তা মাটি চলে আসে এবং গর্তে ভরপুর পানিও জমে থাকে।জলবদ্ধতায় অতিষ্ঠ জনসাধারণ, চলাচলে চরম দূর্ভোগ, পানি নিষ্কাষনের নেই কোন ব্যবস্থা, চলাচল অনুপযোগী হয়ে পড়ে। এখন পর্যন্ত নেওয়া হয়নি, কর্তৃপক্ষের নেই কোন পদক্ষেপ এমনটি মন্তব্য করেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় কয়েকজন গাড়িচালকরা জানান, আমাদের গাড়ি চালাতে খুবই অসুবিধা হয়, সামন্য বৃষ্টি হলেই কাঁদায় ও বিভিন্ন স্থানে গর্ত থাকায় এক্সিডেন্ট হওয়ার বেশি সম্ভনাও রয়েছে। রাস্তায় চলাচল করতে অসুবিধা হওয়ায় কষ্ট কন্ঠে স্থানীয়রা জনসাধারণ প্রতিবাদ করে জানান, জনপ্রতিনিধি প্রার্থীরা এলাকায় যেকোনে নির্বাচন সময় আসলে যে-কেউ বড় বড় মানবতার পরিচয় দিয়ে জনসভায় বক্তব্য রাখেন। কিন্তু নির্বাচন আগে বা পড়ে রাস্তা নষ্ট ও বিভিন্ন সমস্যা গুলো কখনো সমাধান দেখা যায়নি। এইবছর বৃষ্টিদিনে সবচাইতে জলবদ্ধতায় চরম দুর্ভোগ পড়েছি।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী মো. আবু হানিফ মুঠোফোন জানান, ফাইতং মূল সড়ক’সহ বিষয়টি আমি অবগত আছি। জেলা এলজিইডি অফিসের সহায়তায় রাস্তাটি চলাচলের উপযোগী করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার চেষ্টা করবে বলে তিনি জানান।