১০ম গ্রেড বাস্তবায়নে ৩০মিনিট অবস্থান নিয়ে হাসপাতালে আর কাউকে দেখা মিলেনি কর্মসূচির ব্যানারে

মোঃ জয়নাল আবেদীন, আলীকদম প্রতিনিধি।
পার্বত্য জেলা বান্দরবানে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি পালন করেছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। সোমবার সকালে স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ৩০ মিনিট অবস্থান নিয়ে ব্যানার হাতে ফটোসেশনের মাধ্যমে দাবি আদায়ের কর্মসূচি পালন করেন (৭ জন) স্বাস্থ্যকর্মী। পরে হাসপাতালের সামনে ব্যানার টাঙিয়ে রেখে কেউ চায়ের দোকানে আড্ডায়, কেউ ব্যক্তিগত কাজে বাজারে, একজন কে স্বাস্থ্য কমপ্লেক্সের আঙ্গিনা আশপাশে চলাফেরার অবস্থায় দেখা মিলে।

তার মধ্যে ছিলেন ২জন মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব ও জিন এক্সপার্ট)। ১ জন ফার্মাসিস্ট, ১ জন মেডিকেল টেকনোলজিস্ট (ডেন্টাল)। ১ জন সেনিটারি ইন্সপেক্টর, ১জন মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) এবং ১জন রেডিওলোজিস্ট টেকনোলজিস্ট। অবস্থান কর্মসূচি শেষে ব্যানার অন্যত্র টাঙিয়ে রেখে স্বাস্থ্য কমপ্লেক্সের আঙ্গিনা ও আশপাশে ঘোরাফেরা করতে দেখা যায় সংশ্লিষ্টদের।

এদিকে কর্মবিরতির ফলে স্বাস্থ্যসেবা নিতে আসা রোগীদের ভোগান্তি চরমে পৌঁছেছে। হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা অভিযোগ করেন—ম্যালেরিয়া, ডেঙ্গু, টাইফয়েড’সহ বিভিন্ন রোগের পরীক্ষা–নিরীক্ষার কর্নার গুলো তালাবদ্ধ অবস্থায় পাওয়া যায়। দায়িত্বপ্রাপ্ত টেকনোলজিস্ট ও স্টাফদের অনুপস্থিতিতে সেবা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। রোগীরা ঘণ্টার পর ঘণ্টা বারান্দায় অপেক্ষা করেও কারও দেখা না পেয়ে হতাশ হয়ে পড়েন।

রোগীরা জানান, পরীক্ষা কেন্দ্র বন্ধ থাকায় তারা বাধ্য হয়ে বাইরে অথবা অন্যদিন আসার সিদ্ধান্ত নিচ্ছেন, যা রোগীদের জন্য ঝুঁকিপূর্ণ ও অতিরিক্ত ভোগান্তিকর হয়ে দাঁড়িয়েছে। স্থানীয়রা মনে করছেন, সরকারের সঙ্গে দ্রুত আলোচনার মাধ্যমে দাবি বাস্তবায়ন বা সমাধানে না পৌঁছালে স্বাস্থ্যসেবার সংকট আরও বাড়তে পারে।