৩ দিনব্যাপী পার্বত্য ফল মেলা শুরু বান্দরবানে মৌসুম চলছে

বশির আহাম্মদ বান্দরবান জেলা প্রতিনিধি কৃষিমন্ত্রণালয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্প জাতীয় ফল মেলা এবং কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা’র” শুভ উদ্বোধন করেন – পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি’র মাননীয় সভাপতি বীর বাহাদুর উশৈসিং, এমপি। উপস্থিত ছিলেন – বান্দরবান জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুম বিল্লাহ, কৃষি সম্প্রসারণ বিভাগের অতিরিক্ত পরিচালক তপন কুমার দে, বান্দরবান কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক মোঃ শাহ্ নেওয়াজ।

পার্বত্য জেলার মানুষের জীবন সমাজ সংস্কৃতি নিয়ে সমতলের মানুষের কৌতূহলের সীমা নেই। পার্বত্য এলাকায় তাই পর্যটকদের ভিড় লেগে থাকে। পর্যটকরা প্রাকৃতিক সৌন্দর্য যেমন উপভোগ করেন, তেমনি স্বাদ নেন বিচিত্র খাবারের। তবে এখন অন্য খাবারের চেয়েও বেশি আগ্রহ ফল নিয়ে। কারণ ফলের মৌসুম চলছে। সমতলের মতো পাহাড়েও বিপুল পরিমাণে ফল হয়। সুমিষ্ট ফলে আছে নানা বৈচিত্র্যও। যারা এই স্বাদ এবং বৈচিত্র্যের সন্ধান করতে আগ্রহী তারা এখন ঘুরে আসতে পারেন।