।। কনক বরন ত্রিপুরা ।।
মানুষের মৌলিক অধিকারের মধ্যে শিক্ষা অন্যতম। বিশ্বায়নের এ যুগে শিক্ষার খাতকে পিছিয়ে রেখে দেশের উন্নয়ন ঘটা সম্ভব নয়। আগের তুলনায় বাংলাদেশ শিক্ষা খাতে উন্নতি করলেও বেশকিছু জায়গায় এর কার্যক্রম ততটা অগ্রসর নয়। এ ক্ষেত্রে পিছিয়ে আছে খাগড়াছড়ির জেলার মাটিরাংগা উপজেলাধীণ ০৬ নং মাটিরাংগা সদর ইউনিয়নের ০১ নং ওয়ার্ডটি । ডিজিটাল যুগে এসেও এই এলাকায় নেই কোনো উন্নয়নের ছোয়াঁ। নেই মাধ্যমিক বিদ্যালয়ও। প্রায় ৬০০ পরিবারের ছেলেমেয়েকে স্কুলে যেতে পাড়ি দিতে হয় ৯-১২ কি.মি দূরে। রাস্তাঘাটের বেহাল অবস্থার ফলে দীর্ঘ সময় লাগে। দূরবর্তী ও যাতাযাতের অসুবিধার ফলে অনেক শিক্ষার্থীর মাধ্যমিক গণ্ডি পার করতে পারে না। গ্রামের বেশির ভাগ মানুষের কৃষিকাজই একমাত্র পেশা হওয়ায় মাটিরাংগা উপজেলা সদরের বাসাভাড়া, লেখাপড়া খরচসহ অন্যান্য ব্যয় যোগান দিতে সামর্থ্য না থাকায় শিক্ষার আলো থেকে বঞ্চিত হচ্ছে দুর্গম পাহাড়ের ছেলে-মেয়ে। ফলে প্রাইমারি স্কুলের গণ্ডি পার হতে না হতেই অভিভাবকরা সন্তানদের কৃষিকাজে লাগিয়ে দেন। একটা সময় অল্পবয়সে ছেলে মেয়েরা বাল্যবিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে।
তাই সচেতনতা ও শিক্ষার আলো সহজে পৌঁছে দেওয়ার জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে এই ব্যাপারে জুরুরি পদক্ষেপ নেয়ার জন্য সুদৃষ্টি কামনা করছি ।
লেখক: শিক্ষার্থী, বাংলা বিভাগ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর।
একটি মাধ্যমিক বিদ্যালয় চাই
প্রকাশ : ২১ জানুয়ারি, ২০২৪ ১১:৩৪ : পূর্বাহ্ণ |
বিভাগ : খাগড়াছড়ি
313 বার