আজ সাজেক ভ্রমণে যাচ্ছেন রাষ্ট্রপতি, পর্যটকদের নিষেধাজ্ঞা নেই

।। নিউজ ডেস্ক।।
‘মেঘের রাজ্য’ খ্যাত রাঙ্গামাটির সাজেকে অবকাশ যাপনে যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আজ শনিবার (১০ ফেব্রুয়ারি) তিনি সাজেক ভ্রমণের উদ্দেশ্যে রওনা করবেন, থাকবেন ১২ ফেব্রুয়ারি পর্যন্ত।

বাঘাইছড়ি উপজেলার নির্বাহী অফিসার শিরিনি আক্তার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, আজ থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত রাঙ্গামাটি জেলার সাজেক সফর করবেন রাষ্ট্রপতি। এ উপলক্ষে রাষ্ট্রপতি ও তার সফরসঙ্গীদের গমনাগমনের প্রশাসনিক, আবাসন ব্যবস্থা ও প্রয়োজনীয় যানবাহনের ব্যবস্থা করা হয়েছে।

বিভিন্ন সূত্র থেকে জানা যায়, রাষ্ট্রপতি সাজেকে হেলিকপ্টারে করে আসবেন। কংলাক পাহাড় রোডে খাসর‌্যং হলিডে রিসোর্টে তার অবস্থান করার কথা রয়েছে। ১২ ফেব্রুয়ারি দুপুরে সাজেক ত্যাগ করবেন তিনি। এই সময়ে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠীগুলোর নানা সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করবেন। এ ছাড়া তিনি পাহাড়ের বিভিন্ন অংশে ঘুরে বেড়াবেন।

এবার রাষ্ট্রপতির সাজেক সফরকে কেন্দ্র করে কটেজ বন্ধের বিষয়ে সিদ্ধান্ত হয়নি। এখানকার ১১৭টি রিসোর্টের মধ্যে প্রায় ৮০টি রিসোর্ট বিভিন্ন কর্মকর্তাদের জন্য বরাদ্দ করা হয়েছে। বাকি ৩৬টি রিসোর্টে পর্যটকরা অবস্থান করতে পারবেন।

রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ইতোমধ্যে সাজেকে অবস্থান করছেন।

সাজেক কটেজ মালিক সমিতির সভাপতি সুবর্ণ দেব বর্মন বলেন, ‘আজকে রাষ্ট্রপতি সাজেক সফরে আসবেন। সব প্রস্তুতি নেয়া হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত সাজেক সফর করবেন তিনি। ৬ তারিখ ওনার (রাষ্ট্রপতি) অফিসের লোকজন নতুন চিঠি পাওয়ার পর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আমরাও সেইভাবে সকল প্রস্তুতি নিয়ে রেখেছি।’

উল্লেখ্য, এর আগে গত বছরের ২০-২২ ডিসেম্বর পর্যন্ত তিনদিন রাষ্ট্রপতির সাজেক ভ্যালি সফরের সিডিউল থাকলেও ‘অনিবার্য কারণবশত’ সফরটি স্থগিত করা হয়। ওই সফরকে কেন্দ্র করে ১৮-২২ ডিসেম্বর পর্যন্ত ৫ দিন সাজেকের সব কটেজ-রিসোর্ট বন্ধের সিদ্ধান্ত নিয়েছিল সাজেক কটেজ মালিক সমিতি। তবে এবার কটেজ বন্ধের বিষয়ে সিদ্ধান্ত হয়নি।
তথ্যসূত্র: সময়টিভি