

মো. গোলামুর রহমান, লংগদু প্রতিনিধি।।
আসন্ন ৭জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে, নৌকা প্রতিকের জয় নিশ্চিত করতে এবং সাধারণ মানুষ উৎসব মুখর পরিবেশে ভোটের মাঠে যেতে গনসংযোগে নৌকা প্রতিকের প্রার্থী দীপংকর তালুকদার বলেছেন, একমাত্র আওয়ামিলীগ সরকারই পাহাড়ে শান্তিচুক্তির মাধ্যমে তিন পার্বত্য জেলায় শান্তি প্রতিষ্ঠা করে উন্নয়নের ধারা অব্যাহত রেখেছেন।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকাল থেকে দিন ব্যাপী রাঙামাটির লংগদু উপজেলা আওয়ামী লীগের আয়োজনে উপজেলার লংগদু,মাইনী এবং আটারকছড়া ইউনিয়ন সহ উপজেলার বিভিন্ন এলাকায় গনসংযোগ করেছে নৌকা প্রতীকের (২৯৯) নং আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার।
এসময় লংগদু উপজেলা আওয়ামীলিগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শিপুর সঞ্চালনায়, জেলা জেলা আওয়ামিলীগের সহ সভাপতি হাবিবুর রহমান, সংরক্ষিত আসনের সাবেক এমপি ফিরোজা বেগম চিনু,জেলা যুবলীগের সভাপতি ও রাংগামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সেলিম, সাধারন সম্পাদক বাবুল দাশ বাবু, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার,জেলা পরিষদের সদস্য আব্দুর রহিম,আসমা বেগম সহ জেলা উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
গনসংযোগে বক্তারা বলেন, দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং স্মার্ট বাংলাদেশ গড়তে পুনরায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে সকলকে নৌকা প্রতিকের পক্ষে কাজ করে যেতে হবে। নৌকা জয়ী হলে দেশের উন্নয়নের জোয়ার অব্যাহত থাকবে। বাংলাদেশকে সারা বিশ্বে স্মার্ট বাংলাদেশ হিসেবে পরিচিত করা হবে।