
।। প্রেস বিজ্ঞপ্তি।।
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের বোধিপুর এলাকায় কনসার্ট চলাকালে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে ইউপিডিএফ প্রসিত গ্রুপের সদস্য নিপন চাকমার হত্যা কান্ডের সাথে জনসংহতি সমিতি( জেএসএস এমএন লারমা) দল কোন ভাবেই জড়িত নয় বলে দাবী করে সংগঠনটির বাঘাইছড়ি তথ্য ও প্রচার সম্পাদক জ্ঞান সিন্দু চাকমা।
২৬ ফেব্রুয়ারী সকাল ১১ ঘটিকায় সংবাদ মাধ্যমে পাঠানো পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি(এমএন) বাঘাইছড়ি শাখার তথ্য ও প্রচারসম্পাদক জ্ঞান সিন্দু চাকমা সাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিবৃতিতে বলা হয় গত ২৪/২/২০২৪ ইং রাত আনুমানিক ৯:৩০ ঘটিকায় বাঘাইছড়ি উপজেলার ৩৫ নং বঙ্গলতলী ইউনিয়নের বোধিপুর সংলগ্ন এলাকায় ইউপিডিএফ (প্রসিত) দলের সশস্ত্র বিভাগের সদস্য নিপন চাকমা(চোগা) কে অজ্ঞাতভাবে কে বা কারা গুলি করে হত্যা করে পালিয়ে যায়। এ হত্যা কান্ডের ঘটনায় ইউপিডিএফ (প্রসিত) দল জনসংহতি সমিতির
(এমএন লারমা) দলকে দায়ী করে বিভিন্ন অপপ্রচার ও অবব্যাখ্যামুলক বক্তব্য প্রচার করতেছে। কিন্তু এই হত্যাকান্ডের তারা জনসংহতি সমিতির (এমএন লারমা) সংগঠনকে দায়ী করলেও জেএসএস
(এমএন লারমা) সংগঠন এই হত্যা কান্ডের সাথে জড়িত নয়। তাই ইউপিডিএফ (প্রসিত) দলের এ অপপ্রচার ও অবব্যাখ্যামুলক বক্তব্যের আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।