
নিউজ ডেস্ক।।
রাঙামাটির কাউখালী উপজেলায় নৌকার পক্ষে নির্বাচনী কাজে অংশ নেওয়ায় তিন জনকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। গত সোমবার উপজেলার কলমপতি ইউনিয়নের দুর্গম বড় আমছড়ি এলাকা থেকে তাদের অপহরণ করা হয়।
অপহরণের শিকার ব্যক্তিরা হলেন- চাখিয়াই মং মারমা (২২), বাদ মারমা (৩৩) ও চিংথোয়াইপ্রু মারমা (৩৮)।
কাউখালী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও কলমপতি ইউপি চেয়ারম্যান ক্যাজাই মারমা অপহরণের সত্যতা নিশ্চিত করে জানান, ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) নির্বাচন বর্জন করেছিল এবং ওই এলাকা তাদের নিয়ন্ত্রিত। নির্বাচনে নৌকার পক্ষে কাজ না করতে তাদের বাধা দেওয়া হয়েছিল। তবুও তারা নৌকার পক্ষে কাজ করায় তাদের অপহরণ করা হয়েছে বলে ধারণা।
এ বিষয়ে ইউপিডিএফের মুখপাত্র অংগ্য মারমার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অপহরণের বিষয়টি অস্বীকার করে বলেন, ‘অপহরণের কোনো প্রশ্নই উঠে না। দেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নেই। তাই আমরা নির্বাচন বর্জন করি। এতে আমাদের কারোর বা কোনো প্রার্থীর সঙ্গে শত্রুতা নেই। বরং আমাদের নেতা-কর্মীদের উপর নতুন করে আইনশৃঙ্খলা বাহিনী অপারেশন নামে হয়রানি পরিকল্পনা করছে।’
কাউখালী থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব চন্দ্র কর বলেন, অপহরণের বিষয়টি শুনেছি। তবে এখনও কেউ এ ব্যাপারে মৌখিক বা লিখিত অভিযোগ করেনি। ঘটনাটি শুনার পর গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
সূত্র: সমকাল