
মোঃ ইউসুফ, কাউখালী: আজ ৮ মার্চ ২০২৪ তারিখ রোজ শুক্রবার পবিত্র জুম’আর নামাজ আদায়ের মাধ্যমে পার্বত্য জেলা রাঙ্গামাটির কাউখালী উপজেলার রাণীরহাট সড়কের পাশে পাইনবাগান এলাকায় নীডি ফাউন্ডেশনের নবনির্মিত বা’য়ালভি জামে মাসজিদ শুভ উদ্বোধন সম্পন্ন হয়েছে।
পাইনবাগান বা’য়ালবী জামে মসজিদের শুভ উদ্ভোধন উপলক্ষে এক আলোচনা সভা কাউখালী ঘাগড়া ইউপি চেয়ারম্যান মোঃ নাজিম উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। নীডি ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ আলম খাঁনের পরিচালনায় অনুষ্ঠিত উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয় চট্টগ্রামের সহকারী পরিচালক মোহাম্মদ ওয়াহীদুল আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কাউখালী উপজেলা সমাজসেবা অফিসার জনাব শাহাবুদ্দিন হোসাইন। রাঙ্গুনিয়া ১নং রাজানগর সাবেক চেয়ারম্যান জনাব মোঃ জাহাঙ্গীর হোসেন,কাউখালী প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুক,রাজানগর ইউপি সদস্য মোঃ সেকান্দর হোসেন। এতে আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুতুবদিয়া উপজেলা সমাজসেবা অফিসার জনাব মিজানুর রহমান,পাইন বাগান দারুল উলুম মাদ্রাসার পরিচালক মাওলানা মুহাম্মদ জহিরুল ইসলাম, মো: আলী আহমদ, মোঃ রফিকুল ইসলাম,অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রামের উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান মুফতি আবুল কালাম আজাদ। চট্টগ্রামের নীডি ফাউন্ডেশনের অর্থায়নে কাউখালী পাইন বাগান নব নির্মিত ভায়ালবী জামে মসজিদটির নির্মাণ কাজ সম্পন্ন করা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানায়। পরে জুমার নামাজ শেষে দেশ ও জাতির কল্যানে দোয়া কর হয়।