
হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলীঃ
রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০২৫-২৬ অর্থ বছরের রবি সবজি প্রনোদনা কর্মসূচির আওতায় উপজেলার প্রান্তিক ১৪০ জন কৃষককে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
সোমবার (২৭ অক্টোবর) সকাল ৯টায় উপজেলা কৃষি অফিসের প্রাঙ্গণে আয়োজিত এই বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমরান খান। এসময় উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শাহরিয়াজ বিশ্বাস, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ রাকিবুজ্জামান রাজু ও উপসহকারি কৃষি কর্মকর্তাবৃন্দ।
এই বিনামূল্যে সার ও বীজ বিতরণ কর্মসূচিতে বসতবাড়িতে সবজি চাষের জন্য ৫০ জন কৃষককে বিনামূল্যে ৭ প্রকারের সবজি বীজ এবং মাঠে সবজি চাষের জন্য ৯০ জন কৃষককে বীজ, ডিএপি ও এমওপি সার বিতরণ করা হয়।