
রাজস্থলী প্রতিনিধিঃ
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের বিভিন্ন বরাদ্দ এবং সুযোগ সুবিধা থেকে রাজস্থলী উপজেলার গরীব ও অসহায় মানুষেরা বঞ্চিত হওয়ায় রাজস্থলীর দায়িত্বপ্রাপ্ত জেলা পরিষদের সদস্য প্রতুল চন্দ্র দেওয়ানের বিরুদ্ধে প্রতিবাদ ও মানববন্ধন করেছেন রাজস্থলী উপজেলার সর্বস্তরের জনসাধারণ।
রবিবার (১৬ নভেম্বর) সকাল ১০ টায় রাজস্থলী প্রেস ক্লাবের চত্ত্বরে উপজেলার সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে এই প্রতিবাদ ও মানববন্ধন করা হয়।
এসময় রাজস্থলী উপজেলা সর্বসাধারণের পক্ষে বক্তব্য রাখেন উপজেলার সচেতন নাগরিক মোঃ বেলায়েত হোসেন, মিনহাজ উদ্দিন খোকন, জিকু কুমার দে, আজিজুর রহমান রুবেল প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বিভিন্ন অভিযোগ তুলে ধরে বলেন, জেলা পরিষদ থেকে রাজস্থলী উপজেলার জন্য আসা বিভিন্ন উন্নয়নমূলক বরাদ্দ হতদরিদ্রদের জন্য খাদ্য সহায়তা, শিক্ষা উপকরণ, চিকিৎসা অনুদান, অবকাঠামো উন্নয়ন এবং অন্যান্য সামাজিক সুরক্ষা কর্মসূচির সুবিধা প্রকৃত প্রাপ্য জনগণের কাছে পৌঁছাচ্ছে না। রাজস্থলীতে আসা সবকিছু পছন্দের লোকদের মধ্যে বিতরণ করা হচ্ছে। যার কারণে এলাকার সাধারণ ও অসহায় মানুষ তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। এছাড়াও জেলা পরিষদের বিভিন্ন বরাদ্দ এবং সুযোগ সুবিধা সঠিকভাবে বণ্টনের জন্য এবং জবাবদিহিতা নিশ্চিত করার জন্য জোরালো দাবি জানান বক্তারা।