 
                    
মো. গোলামুর রহমান, লংগদু(রাঙ্গামাটি)
পবিত্র ঈদুল ফিতর ও বিজু উপলক্ষে রাঙ্গামাটির লংগদু সেনা জোনের উদ্যোগে তিন শতাধিক হতদরিদ্র পাহাড়ী বাঙ্গালী পরিবারের মাঝে বিজু ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। একই সময় স্বাবলম্বী হওয়ার লক্ষে স্বয় সম্বলহীন প্রতিবন্ধি এতিম রাকিব হাছানকে অটোরিকশা প্রদান করে সেনাবাহিনী লংগদু জোন। 
মঙ্গলবার (২৫ মার্চ) সকাল ১০টায় লংগদু জোনের মাল্টি পারপার্স সেড হল রুমে উক্ত বিজু ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে এবং প্রতিবন্ধি রাকিবের হাতে অটো রিকসার চাবি তুলে দেন জোন অধিনায়ক।
এসময় অত্র জোনের জোন অধিনায়ক লে. কর্নেল হিমেল মিয়া পিএসসি উপস্থিত থেকে এসকল উপহার সামগ্রী উপকার ভোগীদের হাতে তুলে দেন।এছাড়াও অনুষ্ঠান চলাকালে অত্র জোনের বিভিন্ন পদবির অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।
জোন অধিনায়ক লে.কর্নেল হিমেল মিয়া পিএসসি বলেন, দেশ ও মানব কল্যাণে আইনশৃঙ্খলার পাশাপাশি মানবিক কাজে বাংলাদেশ সেনাবাহিনী কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এধরণের কার্যক্রম অব্যহত থাকবে।
 
                             
               
                     
                     
                     
                     
                     
                     
                     
                     
                     
                     
                 
                 
                 
                 
                 
                 
                