দুইদিনের ব্যাবধানে বাঘাইছড়িতে বিজিবির অভিযানে আবারও বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় সিগারেট জব্দ

বাঘাইছড়ি প্রতিনিধি-
রাঙ্গামাটির বাঘাইছড়িতে বিজিবির অভিযানে আবারও বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় সিগারেট জব্দ। গোপন সংবাদ পেয়ে রবিবার রাত সাড়ে ৮ ঘটিকায় উপজেলার মারিশ্যা দিঘিনালা সড়কের পতেঙ্গা ছড়ায় মারিশ্যা জোনের সহকারী পরিচালক এডি হাফিজুর রহমান এর নেতৃত্বে অভিযান চালায় বিজিবির একটি চৌকস দল। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে বস্তা ফেলে পালিয়ে যায় মোটরসাইকেল আরোহী। পরে ফেলে যাওয়া বস্তায় তল্লাশি চালিয়ে একশো কার্টুন অবৈধ ভারতীয় সিগারেট জব্দ করা হয়।

মারিশ্যা জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মো: জাহিদুল ইসলাম জাহিদ পিএসসি অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন। চোরাচালান ঠেকাতে বিজিবির অভিযান নিয়মিত চলবে।