পাহাড়ের উৎসব উপলক্ষ্যে পাচউবো চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময়

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদ-উল ফিতর, বৈসাবি ও বাংলা নববর্ষ ১৪৩১ উপলক্ষ্যে শুভেচ্ছা বিনিময় করেছেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান (সাবেক রাষ্ট্রদূত) সুপ্রদীপ চাকমা। তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত এ শুভেচ্ছা বিনিময় করেন। শুভেচ্ছা বিনিময় ও আলোচনা সভা শেষে প্রধান অতিথি কর্মকর্তা/কর্মচারীদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন।

৪এপ্রিল ২০২৪ বৃহস্পতিবার পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কণফুলী সম্মেলন কক্ষে আয়োজিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্মচারী কল্যাণ পরিষদ আমিনুর রশিদ বুলবুল এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড যুগ্মসচিব মোহাম্মদ হারুন অর রশীদ, সদস্য (অর্থ) উপসচিব মোঃ জসীম উদ্দিন, সদস্য (প্রশাসন) উপসচিব মোহাম্মদ মাহবুবউল করিমসহ বোর্ডের উর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং ৪টি আবাসিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।