
।। নিজস্ব প্রতিবেদক।।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের মাসিক সমন্বয় সভা, উন্নয়ন সভা, বাজেট ব্যবস্থাপনা সভা এবং সেবা সহজীকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮মার্চ) দুপুরে বোর্ডের রাঙ্গামাটি কার্যালয়ের কর্ণফুলী সম্মেল কক্ষে বোর্ডের চেয়ারম্যান রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় বোর্ডের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হারুন অর রশীদ (যুগ্মসচিব), সদস্য-অর্থ মোঃ জসীম উদ্দিন (উপসচিব) এবং সদস্য প্রশাসন মোহাম্মদ মাহবুবউল করিম (উপসচিব) উপস্থিত ছিলেন।
এছাড়াও বোর্ডের খাগড়াছড়ি নির্বাহী প্রকৌশলী মোঃ মুজিবুল আলম, উপপরিচালক মংছেনলাইন রাখাইন, হিসাব রক্ষণ কর্মকর্তা কল্যান ময় চাকমা, গবেষণা কর্মকর্তা কাইংওয়াই ম্রো, তথ্য অফিসার মিজ্ ডজী ত্রিপুরা, সহকারী প্রকৌশলী জনাব মোঃ খোরশেদ আলমসহ বোর্ডের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
ছবি: সুমন চক্রবর্তী