ফলোআপ: কাউখালীতে অপহৃত তিনজনকে উদ্বার করেছে সেনাবাহিনী

নিউজ ডেস্ক।।
রাঙ্গামাটির কাউখালীতে পাহাড়ি তিন জনকে অপহরণের পর থেকে পরিবারের সদস্যরা উৎকণ্ঠায় ছিল৷ এই ঘটনায় উপজেলা ও জেলাসহ সর্বত্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। আকস্মিক অপহরণ ঘটনা হতবিহ্বল করে সবাইকে।

পরে অপহরণের ৩০ ঘন্টার পর উদ্ধার তৎপরতায় নামে বাংলাদেশ সেনাবাহিনী। রাঙামাটি সদর জোনের সেনা তৎপরতায় সন্ত্রাসীরা তিন অপহৃতদের মঙ্গলবার (৯ জানুয়ারী ২০২৩) সন্ধ্যায় ছেড়ে দিতে বাধ্য হয়।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহন করায় সন্ত্রাসী কর্তৃক অপহরণের শিকার হয় তিনজন পাহাড়ী। নির্বাচনের পরের দিন গতকাল ৮ জানুয়ারী সকালে রাঙামাটি পার্বত্য জেলার কাউখালী উপজেলার কলমপতি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বড় আমছড়ি এলাকা থেকে তাদেরকে অপহরণ করে। অপহৃতরা সকলেই কলমপতি ইউনিয়ন ৭নং ওয়ার্ড এর বাসিন্দা।

সন্ত্রাসীরা অপহরণের ৩০ ঘন্টার মধ্যে অপহৃতদের উদ্ধার করে বাংলাদেশ সেনাবাহিনীর রাঙামাটি রিজিয়নের রাঙামাটি সদর জোনের চৌকস সেনা টিমের সদস্যরা।

সদর জোন ও কাউখালী ক্যাম্পের সেনাবাহিনী অপহৃতদের উদ্ধারে বিশেষ তৎপরতা ও অভিযান পরিচালনা করে। অব্যাহত সেনা অভিযানে টিকতে না পেরে সশস্ত্র সন্ত্রাসীরা অপহৃত- ১. চাখিয়াই মং মারমা (২২), পিতা রুইপা অং মারমা, ২. বাদো মারমা (৩০), পিতা- চাথোয়া অং মারমা, ৩. চিংথোয়াই প্রু মারমা (২৫), পিতা সালাপ্রু মারমা-কে ছেড়ে দিতে বাধ্য হয়।

উদ্ধার হওয়া তিনজনকে আইনী প্রক্রিয়া শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হবে বলে জানা গেছে৷

সেনা তৎপরতায় উদ্ধার খবরে পরিবার ও এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। এই খবরে সকলে সেনাবাহিনীকে সাধুবাদ জানিয়েছে।

সূত্র: পার্বত্য কণ্ঠ