

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলীঃ
দখলদার ইজরায়েল কর্তৃক গাজায় লাগাতার হামলা চালানো, মহিলা ও শিশুসহ নির্বিচারে মানুষ হত্যার প্রতিবাদে এবং ফিলিস্তিনকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ করেছে রাজস্থলীর সর্বস্তরের জনসাধারণ।
সোমবার (৭ এপ্রিল) বেলা ৩ টায় রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া বাজারের যাত্রীছাউনি চত্বর এবং বিকাল ৫ টায় রাজস্থলী বাজার চত্বরে এই প্রতিবাদ সমাবেশ এবং বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
উপজেলার সর্বস্তরের মুসলমান জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ফ্রী ফ্রী ফ্রী প্যালেস্টাইন, ফ্রী ফ্রী ফ্রী গাজা, সেইভ প্যালেস্টাইন, সেইভ গাজা ইত্যাদি স্লোগানে বিক্ষোভ মিছিলে মুখরিত ছিলো উপজেলার বাঙ্গালহালিয়া এবং রাজস্থলী বাজার চত্বর।
এসময় বক্তারা বলেন, দখলদার ইজরায়েল ফিলিস্তিনে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত করে আসছে ১৯৪৮ সাল থেকে। ফিলিস্তিনের নিরীহ এবং নিরস্ত্র শিশু, মহিলাসহ সাধারণ মুসলমানদের প্রায় একশ বছর ধরে হত্যা করে আসছে উড়ে এসে জুড়ে বসা অকৃতজ্ঞ ইজরায়েলি জাতি। অথচ এর প্রতিবাদে বিশ্বের মানবাধিকার বিষয়ক সংগঠনগুলোর কোন কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না। জাতিসংঘ এবং ওআইসিসহ মানবাধিকার বিষয়ক সংগঠনগুলোর ফিলিস্তিন ইস্যুতে চুপ থাকা বড় বিষ্ময়কর বিষয় হিসেবে উপস্থাপন করেন বক্তারা।
অনতিবিলম্বে ইজরায়েলের গাজায় হামলা বন্ধ করে ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে হবে এবং ইজরায়েলের মানবতাবিরোধী অপরাধের সুষ্ঠু বিচার করতে হবে। এছাড়াও বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ থেকে ইজরায়েলের সকল প্রকার দ্রব্যসামগ্রী বয়কটের ডাক দেওয়া হয়।
প্রতিবাদ সমাবেশ এবং বিক্ষোভ মিছিলে স্থানীয় নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, আলেমসমাজ এবং সচেতন সমাজের দায়িত্বশীল ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।