বড়দিনের অনুষ্ঠানে যাওয়া দুই কিশোরীকে ‘দল বেঁধে ধর্ষণ’

ডেস্ক রিপোর্ট।।
রাঙামাটি জেলা সদরের বসন্ত পাড়ায় দুই পাহাড়ি স্কুলছাত্রীকে দল বেঁধে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

সোমবার বড়দিনের অনুষ্ঠানে যাওয়ার পর গভীর রাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ভুক্তভোগীর স্বজনরা।

তারা জানান, পাশের জুরাছড়ি উপজেলা থেকে আসা দুই কিশোরী জেলা সদরের বসন্ত পাড়া চার্চের অনুষ্ঠানে যোগ দেয়। এদের একজন নবম শ্রেণির, একজন দশম শ্রেণির ছাত্রী।

এক কিশোরীর বাবা বলেন, “আমার মেয়ে একজনকে চিনেছে, তার নাম রাসেল চাকমা। সঙ্গে চাকমা আরও কয়েকটি ছেলে ছিল। আমরা এ বিষয়ে গ্রাম প্রধানকে (কার্বারি) জানালে তিনি তিনি থানায় কথা বলেন।

“ঘটনা সদর কোতয়ালি থানা এলাকায় হওয়ায় আমাদেরকে সেখানে যোগাযোগ করতে বলা হয়। আমরা সকালে থানায় যাব অভিযোগ করতে।“

জুরাছড়ি থানার ওসি আব্দুল সালাম বলেন, “আমাকে গ্রাম প্রধান ফোন করে বিষয়টি জানিয়েছেন। তাদেরকে কোতয়ালি থানায় অভিযোগ করতে বলা হয়েছে। আমি যতটুকু জানি তারা কালকে সেখানে যাবে।’

সূত্র: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম