বর্তমান সরকারের আমলে পার্বত্য অঞ্চলেও ব্যাপক উন্নয়ন হয়েছে: সুপ্রদীপ চাকমা

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী।।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যার সুপ্রদীপ চাকমা বলেছেন- জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মেছিলেন বিধায় আজ দেশের মানুষ স্বাধীনতার স্বাদ গ্ৰহন করতে পারছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ হচ্ছে দেশকে ভালোবাসা, দেশের মানুষকে ভালবাসা । বর্তমান সরকার ক্ষমতায় আছে বলেই দেশ যেমন এগিয়ে যাচ্ছে তেমনি পার্বত্য অঞ্চলের আনাচে কানাচেও উন্নয়নের জোয়ারে ভাসছে।

রবিবার (১৭ মার্চ) দুপুরে রাজস্থলী উপজাতীয় আবাসিক উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধুর ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথি আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা বর্তমান সরকারের প্রধানমন্ত্রী  জননেত্রী শেখ হাসিনা বাবার লালিত স্বপ্ন বাস্তবায়নের নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সকল সম্প্রদায়ের মানুষের জীবন মান উন্নয়নে দুর্গম এলাকায় যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন থেকে শুরু করে শিক্ষা প্রসারে ব্যাপক ভুমিকা রেখে চলেছে। 

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান রাজস্থলী উপজেলায় সফরকালে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী এবং বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আদোমং মারমা।

এ সময় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানের  সহধর্মিণী নন্দীতা চাকমা, উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তুষার চাকমা, সহকারী প্রকৌশলী ত্রয়া দাশ, ইউপি চেয়ারম্যান আদোমং মারমা, বাঙ্গালহালিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুর রহমান, রাজস্থলী উপজাতীয় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিময় চাকমা, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সুইথুইমং মারমা , ইউপি সদস্য ক্যাচিহ্লা মারমা, কামাল হোসেন প্রমুখ। 

উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা উপজাতীয় উচ্চ বিদ্যালয়ে এসে বিদ্যালয়ে পড়ুয়া ছাত্র – ছাত্রীদের মাঝে দুপুরে উন্নত মানের খাবার পরিবেশনা পরিদর্শন করেছেন।