বাঘাইছড়িতে ইয়ুথ গ্রুপের অভিজ্ঞতা বিনিময় বিষয়ক ত্রৈমাসিক সভা

।। প্রতিনিধি, বাঘাইছড়ি।।
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েট এর অন্তর্ভুক্ত আস্থা প্রকল্পের ইয়ুথ গ্রুপের অভিজ্ঞতা বিনিময় বিষয়ক ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১১ ঘটিকায় জেলা পরিষদ বিশ্রামাঘার হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। এতে আস্থা প্রকল্পের বাঘাইছড়ি কো-অর্ডিনেটর সাংবাদিক ওমর ফারুক সুমন এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: মোসাদ্দেক সরকার।

অনুষ্ঠান পরিচালনা করেন আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েট আস্থা প্রকল্পের ফিল্ড অফিসার রাবিন চাকমা। এতে বাঘাইছড়ি উপজেলা ইয়ুথ গ্রুপ এর ৩০ সদস্য উপস্থিত ছিলেন।

সভায় নারী নির্যাতন প্রতিরোধ, বাল্য বিবাহ ঠেকানো, ইভটিজিং প্রতিরোধ, সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব বন্ধ করাসহ সামাজিক শান্তি শৃঙ্খলা ও সকলক সম্প্রদায়ের মধ্যে সম্প্রিতি জোরদার করার উপর গুরুত্ব দেয়া হয়।