বাঘাইছড়িতে গাঁজা সহ আটক ১, কামড়ে আহত পুলিশ সদস্য

//বাঘাইছড়ি প্রতিনিধি// রাঙামাটি বাঘাইছড়িতে  অভিযান চালিয়ে প্রায় দুই কেজি গাঁজা সহ এক জনকে আটক করেছে পুলিশ।  এসময় আটককৃত আসামির কামড়ের হাবিব নামে এক পুলিশ সদস্য আহত হয়েছে। 

বুধবার (১৩ মার্চ) বিকাল ৫টার সময় বাঘাইছড়ি উপজেলার রুপকারী ইউনিয়নের মারিশ্যাছড়া ব্রীজের পাশ থেকে প্রায় দুই কেজি গাঁজা সহ তাকে আটক করে পুলিশ। আটকৃত আসামির নাম ভুবনঞ্জয় চাকমা (৪২), সে রুপকারি ইউনিয়নের ৩নং ওয়াডের ঝগড়াবিল এলাকার বাসিন্দা মৃত প্রতুল চাকমার ছেলে।

অভিযানে নেতৃত্ব দেয়া পুলিশ কর্মকর্তা এসআই মেহেদী হাসান  জানায়, গোপন সংবাদ এর ভিত্তিতে অভিযান চালিয়ে রুপকারী ইউনিয়নের মারিশ্যাছড়া ব্রীজের পাশ থেকে তাকে আটক করে। এসময় তার আক্রমণ (কামড়ে) এক পুলিশ সদস্য আহত হয়েছে বলেও জানাযায়। 

আটকের বিষটি নিশ্চিত করে বাঘাইছড়ি থানার ওসি ইশতিয়াক আহম্মেদ বলেন, আমরা মাদকের বিরুদ্ধে সবসময় জিরো টলারেন্স। নিয়মিত মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আজকে  মাদকদ্রব্যসহ একজনকে আটক করা হয়েছে। এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা হবে।