

বাঘাইছড়ি প্রতিনিধি-” অনতিবিলম্বে ভূমি কমিশনের কার্যক্রম শুরু কর পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নে ছাত্র ও যুব সমাজ কঠোর আন্দোলনে ঝাঁপিয়ে পড়ুন ” এই স্লোগানকে সামনে রেখে রাঙ্গামাটির বাঘাইছড়িতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির এমএন লারমা দলের যুব সমিতির ৭ম যুব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
১০ ডিসেম্বর রবিবার সকাল দশ ঘটিকায় জীবঙ্গ ছড়া কমিউনিটি সেন্টারে জাতীয় ও দলীয় পতাকা উত্তলনের মধ্যে দিয়ে এই যুব সম্মেলনের অনুষ্ঠানিকতা শুরু হয়।

পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির বাঘাইছড়ি শাখার সভাপতি এলেন চাকমার সভাপতিত্বে যুব সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনসংহতি সমিতির এমএন লারমা দলের কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক ও ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক এবং বাঘাইছড়ি উপজেলা চেয়ারম্যান সুদর্শন চাকমা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনসংহতি সমিতির এমএন লারমা দলের রাঙ্গামাটি জেলার সাংগঠনিক সম্পাদক জ্ঞানজীব চাকমা, পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি জ্ঞান প্রিয় চাকমাসহ বিভিন্ন স্তরের ছাত্র ও যুব নেতাকর্মীগন উপস্থিত ছিলেন।

বক্তারা পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির ২৬ বছর পূর্ণ হলেও চুক্তির যথাযথ বাস্তবায়ন ও অগ্রগতি না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে চুক্তি বাস্তবায়নে ছাত্র ও যুব সমাজকে কঠোর আন্দোলনে ঝাপিয়ে পড়ার আহবান জানান এবং অনতিবিলম্বে পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের জন্য সরকারের কাছে জোর দাবী করেন।