বাঘাইছড়িতে দৃষ্টিনন্দন বঙ্গবন্ধুর ম্যুরাল উন্মোচন

প্রতিনিধি, বাঘাইছড়ি ।।
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কমপ্লেক্স ও উপজেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয় সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৃষ্টিনন্দন মুরাল উন্মোচন করা হয়েছে।

গতকাল বুধবার সন্ধ্যায় বাঘাইছড়ি পৌরসভার মেয়র জমির হোসেন এর উদ্যোগে রাঙ্গামাটি আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি এ মুরাল উন্মোচন করেন। 

এসময় জাতির পিতার মুরালে ফুল দিয়ে শ্রদ্ধা ও এক মিনিট নিরবতা পালন করা হয়। এতে উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের পাঁচ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মুরাল উন্মোচন শেষে দলীয় কার্যালয়ে পাঁচ বারের মতো বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় দীপংকর তালুকদার এমপিকে সংবর্ধনা দেওয়া হয়।

এসময় সংসদ সদস্য বলেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গনতন্ত্র ও সাম্প্রদায়িক সম্প্রীতির বিজয় হয়েছে। এজন্য রাঙ্গামাটি বাসীর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।