
।। প্রতিনিধি, বাঘাইছড়ি।।
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার দুর্গম দজর এলাকায় বিষপান করে মধুমিতা চাকমা (৪০) নামে এক নারী আত্মহত্যা করেছে।
শুক্রবার (১০ ফেব্রুয়ারী) রাত পৌনে একটায় মুমূর্ষু অবস্থায় তাকে বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সে দজর এলাকার কৃষ্ণ চাকমার স্ত্রী।
বাঘাইছড়ি ইউনিয়নের দজর এলাকার মেম্বার বিনয় চাকমা আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, তার স্বামী সাজেকে কাজে ছিলো। তাদের মধ্যে কোন ঝামেলাও ছিলো। তবে যেটুকু জেনেছি তাদের অর্থনৈতিক টানাপোড়েনের ফলে মানসিক টেনশন ছিলো প্রচুর হয়তো সে কারণে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।
মৃত মধুমিতা চাকমার মেয়ের জামাই নিকেল চাকমা বলেন, দজর থেকে উপজেলা সদরে হাসপাতালের দুরত্ব প্রায় ৩৫ কিলোমিটার সড়ক যোগাযোগ ব্যাবস্থাও নেই তাই পায়ে হেটে রওনা দিয়ে হাসপাতালে পৌঁছাতে অনেক সময় লেগেছে, তাই আর বাঁচতে পারলাম না তিনি কি কারণে বিষপান করেছেন তাও জানি না।
এদিকে মৃত্যুর পর রাতেই চাদর পেচিয়ে বাঁশের লাঠিতে ভার করে দজরের পথে রওনা হয়ে সকালে পৌছে এখন মরদেহ দাহকর্ম করার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।