বাঘাইছড়িতে যথাযথ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শহীদ বুদ্ধি জিবী দিবস পালিত

বাঘাইছড়ি প্রতিনিধি।।
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় যথাযথ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শহীদ বুদ্ধি জিবী দিবস পালিত হয়েছে।

আজ  বৃহস্পতিবার ( ১৪ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে বাঘাইছড়ি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাহফুজুর রহমান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান সুদর্শন চাকমা।

এসময় উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, মহিলা ভাইস চেয়ারম্যান সাগরিকা চাকমা, বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ ইশতিয়াক আহম্মেদ, উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সে এর মেডিকেল অফিসার (ইউএইচএফপিও) ডাঃ ফখরুল ইসলাম, সাবেক মুক্তি যোদ্ধা কমান্ডার আজিজুর রহমান, উপজেলা আওয়ামিলীগের ভার্প্রাপ্ত সভাপতি মোঃ আলী হোসেন  সহ বিভিন্ন দপ্তরের বিভাগীয় কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।