
প্রতিনিধি, বাঘাইছড়ি ||
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার মধ্যম বাঘাইছড়ি নামক এলাকায় উপজেলার মারিশ্যা-মাঝিপাড়া সীমান্ত সড়ক কাজে নিয়োজিত ড্রাম ট্রাককে লক্ষ্য করে গুলি চালিয়েছে অজ্ঞাত সন্ত্রাসীরা।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) রাত আনুমানিক সাড়ে ৯ টার দিকে এ ঘটনা ঘটে বলে জানান পুলিশ।
ট্রাকটি বালু সরবরাহ কাজে নিয়োজিত ছিলো। ট্রাকটির মালিক মো: শাহালম জানায় সীমান্ত সড়কে বালু দিয়ে মারিশ্যা আসার পথে বাঘাইছড়ি ইউনিয়িনের মধ্যম বাঘাইছড়ি দানবির চাকমার বাড়ি পাশে এলাকায় পৌছালে চলন্ত গাড়িতে পরপর দুইটি গুলি করে সন্ত্রাসীরা এতে ট্রাকের গ্লাস ভেঙ্গে যায়, এতে ড্রাইভার হেলপারের কোন ক্ষতি হয়নি।
বিষয়টি নিশ্চিত করে বাঘাইছড়ি থানার ওসি ইশতিয়াক আহমেদ জানান, বিষয়টি আমরা শুনেছি খোঁজ খবর নিচ্ছি।
উল্লেখ্য, এ সড়ক দিয়েই সীমান্ত সড়কের মালামাল নেয়া হয় এর আগে এমন ঘটনা ঘটেনি বলে দাবী স্থানীয়দের। তবে নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন ট্রাক চালক জানান, সন্ধ্যা ৭ টার পর এই সড়কটিতে যানচলাচলে বিধিনিষেধ আরোপ করে পাহাড়ের একটি আঞ্চলিক সংগঠন আর এ কারণেই গাড়িতে গুলি করা হয়েছে।