

বাঘাইছড়ি প্রতিনিধি::
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ৩১নং খেদারমারা ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক বিশাল ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (২০মার্চ) বাঘাইছড়ি উপজেলার দুরছড়ি বাজার জামে মসজিদ সংলগ্ন ময়দানে এ মহতী আয়োজন সম্পন্ন হয়। এতে বিএনপি নেতাকর্মী ও স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল লক্ষণীয়।
উক্ত ইফতার ও দোয়া মাহফিলের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা বিএনপি’র সভাপতি মো. ওমর আলী।
এতে বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ জাবেদুল আলম,সাংগঠনিক সম্পাদক বদিউল আলম, জেলা বিএনপি’র সদস্য আতাউর রহমান ও বিল্টু চাকমা,উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদ,উপজেলা বিএনপি’র দপ্তর সম্পাদক হুমায়ুন কবির মুসা,উপজেলা বিএনপি যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম,৩১নং খেদারমারা ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক লোকমান হোসেন (ভারপ্রাপ্ত),সাংগঠনিক সম্পাদক আব্দুর সালাম, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল সবুর,উপজেলা জাসাস এর সভাপতি সিদ্দিক আলী,
সাধারণ সম্পাদক মোঃ সোলাইমান,উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হুমায়ুন রশিদ,কাচালং সরকারি ডিগ্রি কলেজের আহ্বায়ক নুর কবির, সদস্য সচিব সারওয়ার গাজী সহ ৩১নং খেদারমারা ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দৃ।
নেতৃবৃন্দৃ ৩১নং খেদারমারা ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন কে ধন্যবাদ জানিয়ে বলেন আপনাদের আয়োজন অনেক সুন্দর হয়েছে,বিগত সতের বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ আমাদেরকে ইফতার মাহফিলের আয়োজন করতে দেয়নি । যেখানেই ইফতার মাহফিল আয়োজন করা হয়েছিল সেইখানে বাঁধা দিয়েছিল আওয়ামী লীগের নেতা কর্মীরা। দীর্ঘদিন পর হাজার ও নেতা কর্মীদের সাথে ইফতার করতে পেরে আল্লাহর শুকরিয়া আদায় করেন।
উক্ত অনুষ্ঠানে দেশের সমৃদ্ধি, জনগণের কল্যাণ ও দলের সফলতা,বেগম খালেদা জিয়া’র রোগমুক্ত কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত করেন দুরছড়ি বাজার জামে মসজিদ এর খতিব আলহাজ্ব মাওলানা নুরুল আলম আনসারী।
শেষে ইফতার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।