

প্রতিনিধি, বাঘাইছড়ি।।
অনাবাদি প্রতিত ও বসতবাড়ীর আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপনের লক্ষে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার ৮ ইউনিয়নের ১৫৬ টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ ও সবজি চারা, বীজ সার বিতরণ করেছে উপজেলা কৃষি সম্পসারন অধিদপ্তর।
আজ বৃহস্পতিবার (২৫জানুয়ারি) সকাল ১১ ঘটিকায় উপজেলা কৃষি সম্পসারন অধিদপ্তরের সামনে ১শ ৪৮ পরিবারের মাঝে ফলজ ও সবজি চারা এবং ৮ পরিবারের মাঝে আদার বীজ, বালতি সহ কৃষি উপকরণ বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান সুদর্সন চাকমা।
এসময় বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার, পৌর মেয়র জমির হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সুদর্সন চাকমা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঘোষণা দেশের এক ইঞ্চি জমি যাহাতে খালি না থাকে সেই লক্ষ নিয়ে পারিবারিক পুষ্টি নিশ্চিত করার লক্ষে এসব চারা, বীজ ও সার বিতরণ করা হয়েছে এগুলোর যথাযথ ব্যাবহারের মাধ্যমে প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়নে ভুমিকা রাখতে হবে।