
হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলীঃ
“প্রবীণ নবীন মিলেমিশে ভোট দেবো ধানের শীষে” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে রাজস্থলী উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে ২৯৯ নং রাঙামাটি আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী এডভোকেট দীপেন দেওয়ানকে বিজয়ী করার লক্ষ্যে এক প্রস্তুতি মুলক যৌথসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ১১ টায় রাজস্থলী উপজেলা মডেল মসজিদের অডিটোরিয়ামে উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখের সভাপতিত্বে এই যৌথসভা অনুষ্ঠিত হয়।
রাজস্থলী উপজেলা যুবদলের আহ্বায়ক শামীম আহমেদ রুবেলের সঞ্চালনায় এই যৌথসভায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মংঞোই মারমা, সাংগঠনিক সম্পাদক মোঃ বাবলু মিয়া, সিনিয়র সহসভাপতি আবুল হাশেম, সহসভাপতি ছগির আহম্মদ, মুইথুই অং মারমা, ইউসুফ খান, ছিদ্দিকুর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক মিলন, যুগ্ম সম্পাদক রফিক আহম্মেদ, যুবদলের সদস্য সচিব উজ্জ্বল কান্তি তঞ্চঙ্গ্যা, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিনহাজ উদ্দিন খোকন, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ রাজু আহমেদ, কৃষকদলের সভাপতি বিষু সাহা, সাধারণ সম্পাদক সুমন খান, শ্রমিকদলের সভাপতি মোঃ আব্দুল হামিদসহ সহযোগী সংগঠনের উপজেলা এবং ইউনিয়ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
যৌথসভায় বক্তারা বলেন, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে রাজনীতি করতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে পাড়ায় মহল্লায় সচেতনতা সৃষ্টি করতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থী এডভোকেট দীপেন দেওয়ানকে বিজয়ী করার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সকল নেতাকর্মীদের ভোটের রাজনীতির জন্য জনগণের দোরগোড়ায় পৌঁছাতে হবে। সাধারণ জনগণ যাতে বিএনপির ধানের শীষ প্রতীকে ভোট দেয় সেজন্য সমাজে ইতিবাচক কার্যক্রম চালাতে হবে।
উল্লেখ যে, যৌথসভার শুরুতে ২৪ এর গণঅভ্যুত্থানের সকল শহীদদের মাগফিরাত, আহত এবং বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া ও মোনাজাত করা হয়।