বিলাইছড়িতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের ১ মাসের ত্রাণসামগ্রী বিতরণ করলো দেবতিষ্য ভিক্ষু

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি প্রতিনিধি: রাঙ্গামাটি জেলার বিলাইছড়িতে গত ২৭ মার্চ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সংলগ্ন এলাকায় অগ্নিকাণ্ডের ক্ষতিগ্রস্ত ৫(পাঁচ) পরিবারের মাঝে ১ মাসের ত্রাণ সামগ্রী বিতরণ করলো দেবতিষ্য ভিক্ষু। তিনি ২ দিনের ব্যবধানে আবারও এই সাহায্যের হাত বাড়িয়ে দিলেন। তিনি আর কেউই নন তিনি হচ্ছেন পালবার লিং সেন্টার শিশুসদন সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি এবং বাজার সার্বজনীন বৌদ্ধ বিহারের বিহার অধ্যক্ষ ।

বৃহস্পতিবার (৩০ মার্চ) বিকাল ২ টায় তিনি খাদ্য সামগ্রী বিতরণ করেন। প্রয়োজনীয় সামগ্রীর মধ্যে চাউল ৫০কেজি, পেয়াজ ৫ কেজি, রসুন ১ কেজি, চিনি ২ কেজি, চাপাতা ৫০০ গ্রাম, দুধ ৫০০ গ্রাম, সোয়াবিন ৫ লিটার, অরেঞ্জটিকো ৫০০ গ্রাম, সাবান ২ পিস, বল সাবান ২ পিস, মসুর ডাল ২ কেজি, লুডুস ১ পেকেট, বিস্কুট ১ পেকেট, হুইল পাউডার ৫০০ গ্রাম,মরিচের গুড়া ৫০০ গ্রাম , হলুদের গুড়া ৫০০ গ্রাম, আলু ১০ কেজি, ধনিয়া ২০০ গ্রাম, লবণ ২ কেজি। পরিবারগুলো হচ্ছে- রবি বড়ুয়া, সোভন বড়ুয়া, বিতুময় চাকমা, দিপক দাশ এবং ভিম ঘোষ।

এ-সময় উপস্থিত ছিলেন শিশুসদন পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক অংচাখ‌্য‌ই মার্মা (কার্বারী), অভয়া তিষ্য ভিক্ষু, প্রিয় নন্দ বড়ুয়া এবং পালবার লিং সেন্টার শিশুসদন সংস্থার স্বেচ্ছাসেবকবৃন্দ