বিলাইছড়িতে আগুনে পুড়লো ৬ বাসা-বাড়ি

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি প্রতিনিধি: রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি উপজেলায় হাসপাতাল এলাকার আলোরঞ্জন দেওয়ানের বাসার পাশে বসবাসরত ৬ জনের বাসা-বাড়ি একেবারেই ভস্মীভূত হয়েছে বলে জানা গেছে। তবে আরো বাড়তে পারে।

বুধবার ( ২৭ মার্চ) সন্ধ্যা ৬ :০০ টায় হঠাৎ আগুনের সূত্রপাত হলে এ দূর্ঘটনা ঘটে। এতে বিটুময় চাকমা, ভীমসেন সন্ধ্যা ও সাত্তার সহ মোট ৬ টি পড়ে একেবারে ছাই হয়েছে বলে জানান ১নং বিলাইছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান। তিনি জানান, বিলাইছড়ি সেনা জোনের জোন কমান্ডার লে : কর্ণেল রিফায়েত করিম চৌধুরী পিএসসি,পিপিএম এবং উপজেলা নির্বাহী অফিসার সিফাত উদ্দিন আগুন লাগার সাথে সাথে ছুটে যান এবং আগুন নিভানোর জন্য জোন কমান্ডার ও ইউএনও নেতৃত্বে সেনা বাহিনী, পুলিশ, রেডক্রিসেন্ট সদস্য ও বাজার এলাকায় থাকা সর্বস্তরের জনগণের সহযোগিতায় প্রায় দেড়ঘন্টা চেষ্টা চালানোর ফলে আগুন নিভানোর সম্ভব হয়েছে।

সন্ধ্যা ৬ টায় বিদ্যুৎতে শর্ট সার্কিট হতে আগুনের সূত্রপাত হলে দেড়ঘন্টা চেষ্টার ফলে নিভানো সম্ভব হয়েছে। তবে তৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপন করা যায়নি।