বিলাইছড়িতে একযোগে বেগম রোকেয়া ও দুর্নীতিবিরোধী দিবস পালিত

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি প্রতিনিধি।।
বিলাইছড়িতে আন্তর্জাতিক নারী প্রতিরোধ প্রতিপক্ষ ও বেগম রোকেয়া দিবস  এবং দুর্নীতি প্রতিরোধ দিবস উপলক্ষে মানববন্ধন, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ শনিবার (০৯ ডিসেম্বর)  সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ( দূপ্রক) – এর আয়োজনে এবং  জাতীয় মহিলা সংস্থার সহযোগিতায়  যৌথভাবে দূটি দিবস পালন করা হয়েছে।  

হলরুমে এক সভায় উপজেলা নির্বাহী অফিসার সিফাত উদ্দিন এঁর সভাপততিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন  উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা।

এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নারী ভাইস চেয়ারম্যান উৎপলা চাকমা, থানা উপ-পরিদর্শক (এসআই)  পুলেন বড়ুয়া,বীর মুক্তি যোদ্ধা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শাক্যপ্রিয় বড়ুয়া এবং সাধারণ সম্পাদক সুদেব দাশ।

রোকেয়া দিবসে  বসুমতি চাকমা, রেণু বড়ুয়া এবং নিপু চাকমার হাতে শ্রেষ্ঠ জয়িতার সন্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

বক্তারা, বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন এরঁ অবদানের কথা তুলে ধরেন এবং এরঁ নীতি অনসরণ করে পথ চলার আহ্বান জানান। 

অন্যদিকে দুর্নীতিকে মন থেকে মুছে ফেলার জন্য সবার প্রতি অনুরোধ জানান।