বিলাইছড়িতে দুই বসতবাড়ি পুড়ে ছাই

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি।।
রাঙ্গামাটি জেলায়  বিলাইছড়ি উপজেলার পাংখোয়া পাড়ায় দুই বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।

বুধবার (১৩ই মার্চ) সকাল দশটায় এ তথ্য জানিয়েছেন ১নং বিলাইছড়ি ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মেম্বার চুয়ানলেই পাংখোয়া। তিনি আরো জানান,মঙ্গলবার  ১২ই মার্চ  দিবাগত-রাত ৩:০০ টার দিকে এ আগুনের সূত্রপাত হয়।আগুনের সূত্রপাত তাৎক্ষণিক জানা যায়নি।

ধারণা করছে  মাটির তৈরি রান্নার  চুলা হতে  এই সূত্র হয়েছে।ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর মধ্যে একজন হলো নিয়ানখুপ পাংখোয়া,পীং-চংজামলৌ পাংখোয়া।আরেক জন লালফাক জোয়াল পাংখোয়া, পীং – চিয়ালখুপ পাংখোয়া। 

তারা  তাদের ঘরের জানমাল বাঁচাতে একজন অগ্নিদগ্ধ হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হতে হয়েছে। তিনি জানায়  দায়িত্বরত চিকিৎসক ডা: দেলোয়ার হোসেন এবং সিনিয়র  নার্স প্রবীর তঞ্চঙ্গ্যা দুজনে চিকিৎসা সেবা দিয়েছেন। এখন সুস্থ রয়েছি। শরীরের ১০ শতাংশ অগ্নিদগ্ধ হয়েছে। মহিলাটির নাম লমতে পাং খোয়া। 
 পুড়ে যাওয়া  ঘর ২ টির মধ্যে ১টি আধাপাকা,  ২টি ঘরে ২টি সোলার ,নগদ অর্থ, চালের বস্তা,ধান, ঘরের আসবাবপত্র, খাট- চৌকি, চেয়ার -টেবিলসহ প্রায় ১০ লক্ষ টাকার মত ক্ষয় ক্ষতি হয়েছে বলেও জানা গেছে। এতে তাদের মানবিক সাহায্যের প্রয়োজন।