বিলাইছড়িতে শিক্ষার মানোন্নয়নে প্রধান শিক্ষকদের মতবিনিময় সভা

প্রতিনিধি, বিলাইছড়ি।।
পাহাড়ে শিক্ষার মান বৃদ্ধির লক্ষ্যে রাঙ্গামাটির  দুর্গম  বিলাইছড়ি উপজেলায় প্রধান শিক্ষকগণের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার(১২ ই ডিসেম্বর)উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগ বিলাইছড়ি এ-র  আয়োজনে শিল্প কলা একাডেমিতে এ সভা অনুষ্ঠিত হয়। 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার হৃষিকেশ শীল,জেলা সহকারী শিক্ষা অফিসার মো.ইকরাম উল্লাহ চৌধুরী, উপজেলা শিক্ষা অফিসার নিখিলেশ চাকমা, উপজেলা রিসোর্স সেন্টারে ইন্সট্রাক্টর বখতেয়ার আহমেদ , সহকারী শিক্ষা অফিসার নিরালা কান্তি চাকমা।এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষক সমিতির সভাপতি রঞ্জন তঞ্চঙ্গ্যা সহ সবকটি বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ।

প্রধান অতিথি এর আগে সকালে উপজেলার কয়েকটি বিদ্যালয় পরিদর্শন করেন।বিদ্যালয়ের কোমলমতি শিশুদের সঙ্গে কথা বলেন এবং অবিভাবকের সঙ্গে ভাব বিনিময় করেন। এছাড়াও সভায়  প্রধান অতিথি বলেন, ছাত্র ছাত্রীদের উপস্থিতি নিয়মিত  নিশ্চিত করা এবং বাংলা, ইংরেজি ভালোভাবে  পড়তে পারে সে বিষয়ে বেশি গুরুত্ব দেওয়া।