বিলাইছড়িতে স্বতন্ত্র প্রার্থী অমর কুমার দে নির্বাচনী প্রচারণা

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি প্রতিনিধি।।
বিলাইছড়ি উপজেলায়   আগামী ৭ জানুয়ারি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ নং রাঙ্গামাটি পার্বত্য আসনে সংসদ সদস্য স্বতন্ত্র  পদপ্রার্থী বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট( মুক্তিজোট) অমর কুমার দে  ছড়ি ( লাঠি) প্রতীক নিয়ে গণসংযোগ, প্রচার ও প্রচারণা  করছেন। 

মঙ্গলবার ( ০২ জানুয়ারি)  সকাল ১০ টায় বিলাইছড়িতে  বাজার ও বিভিন্ন এলাকায়  বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের শুভেচ্ছা বিনিময় ও ভোট প্রার্থনা করেন এবং  লিফলেট বিতরণ করেন। 

স্বতন্ত্র প্রার্থী সঙ্গে কথা হলে তিনি গণমাধ্যমকে জানা,বিজয়ী হলে তিনি শান্তি চুক্তি বাস্তবায়,রেলযোগাযোগ ও পূর্ণাঙ্গ পর্যটন নগরী গড়ে তোলা, রাউজান থেকে রাঙ্গামাটিতে গ্যাস লাইন নিয়ে আসা,ভুমি বিরোধ নিষ্পত্তি, পাহাড়ি- বাঙ্গালীর সমপ্রীতি রক্ষা, গ্রামকে শহর করা,  গরীব মেহনতী মানুষের পাশে থাকা, শিক্ষা, সংস্কৃতি, যোগাযোগ,ব্যবসা- বাণিজ্য উন্নতি,  মোবাইল নেটওয়ার্ক, বিদ্যুৎ সংযোগ করা সহ ইত্যাদি ইত্যাদি বিষয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখবেন বলে জানান তিনি।