বিলাইছড়িতে ২৫মার্চ গণহত্যা দিবসে আলোচনা সভা

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি।।
রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলাতে ভয়াল ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত হয়েছে। 

এ উপলক্ষে সোমবার (২৫ মার্চ) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার সিফাত উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান উৎপলা চাকমা। 

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রনি সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা মো: আলীমুজ্জান খান,থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আকতার হোসেন এবং বিলাই ছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা – কর্মচারী এবং জন প্রতিনিধিবৃন্দ।