বিলাইছড়ি দুপ্রক এর সভাপতি শাক্যপ্রিয় বড়ুয়া, সাধারণ সম্পাদক থুইপ্রু মার্মা

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি প্রতিনিধি: রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাক্যপ্রিয় বড়ুয়া এবং সাধারণ সম্পাদক থুইপ্রু মার্মা (আকাশ) দায়িত্ব পেয়েছেন বলে জানান কমিটির সম্পাদক। তিনি আরো জানান, আগামী ৩ বছরের জন্য প্রশাসন হতে সম্প্রতি এ দায়িত্ব দেওয়া হয়েছে।

কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি শান্তি বিজয় চাকমা, সহ-সভাপতি মো:আবদুল মান্নান, সদস্য কল্পনা বড়ুয়া, জগত জ্যোতি চাকমা, ময়না চাকমা, মিলন কান্তি চাকমাব এবং চন্দ্র লাল চাকমা। দুর্নীতি প্রতিরোধে তিন বছর পর্যন্ত নিষ্ঠার সঙ্গে কাজ করবে বলে জানা গেছে এই প্রতিরোধ কমিটি। কমিটির কর্ম এলাকা উপজেলা প্রশাসনিক এলাকা পর্যন্ত সীমাবদ্ধ থাকবে।