বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও বর্ণাঢ্য শোভাযাত্রায়; হৃদয়ে বাঘাইছড়ির পঞ্চম বার্ষিকী উদযাপন

বাঘাইছড়ি প্রতিনিধি- রাঙ্গামাটির বাঘাইছড়িতে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে সামাজিক সেবামূলক অরাজনৈতিক সেচ্ছাসেবী সংগঠন হৃদয়ে বাঘাইছড়ির পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।

২৪ ফেব্রুয়ারী শনিবার সকাল দশ ঘটিকায় উপজেলা আওয়ামিলীগ এর দলীয় কার্যালয় থেকে তিন শতাধিক সেচ্ছাসেবকদের নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু করে উপজেলা পরিষদ মাঠে গিয়ে শেষ হয়। পরে বীর মুক্তিযোদ্ধা ও আমন্ত্রিত অতিথিদের নিয়ে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

বাঘাইছড়ি বীর মুক্তিযোদ্ধা স্মৃতি জাদুঘরে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। এসময় সামাজিক সংগঠন হৃদয়ে বাঘাইছড়ির উপদেষ্টা ও উপজেলা আওয়ামিলীগ এর সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন মামুন এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৭ বিজিবি মারিশ্যা জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল মো: আতিকুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন- মেজর জাকির হোসেন, উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, বাঘাইছড়ি থানার ওসি ইশতিয়াক আহম্মেদ এবং উপজেলার সকল বীর মুক্তিযোদ্ধাগণ। বক্তারা বাঘাইছড়িতে এমন একটি অসাম্প্রদায়িক সামাজিক সেবামূলক অরাজনৈতিক সেচ্ছাসেবী সংগঠন গড়ে তুলে কভিটসহ বিভিন্ন দূর্যোগে সেচ্ছাসেবকদের মাধ্যমে তৃণমূল পর্যায়ে সেবা পৌঁছে দেয়ার ভূয়সী প্রশংসা করেন এবং হৃদয়ে বাঘাইছড়ির সফলতা কামনা করেন। জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা স্মারক, উত্তরিয় এবং সকল বীর মুক্তিযোদ্ধাকে নিজের জীবনী প্রদান করা হয়।

অনুষ্ঠান পরিচালনা করেন হৃদয়ে বাঘাইছড়ির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রকৌশলী মাহামুল হাছান সোহাগ।