বাঘাইছড়ি প্রতিনিধি:
রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের ভূয়াছড়ি এলাকায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও খেলাধুলার সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
বৃহস্পতিবার ১৩ নভেম্বর দিনব্যাপী বিভিন্ন প্রতিষ্ঠানে এসব সহায়তা প্রদান করে সেনাবাহিনী। পাশাপাশি স্থানীয়দের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
খাগড়াছড়ি রিজিওনের আওতাধীন বাঘাইহাট জোন (১৪ ই বেঙ্গল) এর তত্ত্বাবধানে অনুষ্ঠিত এ কর্মসূচিতে শিক্ষার্থীদের মধ্যে স্কুলব্যাগ, খাতা, কলম, পেন্সিলসহ বিভিন্ন শিক্ষা উপকরণ এবং খেলাধুলার সামগ্রী প্রদান করা হয়।
সেনাবাহিনী জানায়, পাহাড়ে শিক্ষার মানোন্নয়ন, খেলাধুলার প্রসার এবং স্বাস্থ্যসেবার উন্নয়নে এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে। দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের সহায়তায় এসব উপকরণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করে।
এ সময় ক্যাম্প কমান্ডার স্থানীয় শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন এবং শিক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে আলোকপাত করেন। সেনাবাহিনীর এ মানবিক উদ্যোগে স্থানীয়দের মাঝে সন্তোষজনক পরিবেশের সৃষ্টি হয়।
দেখছি যা বলছি তা
https://dainikalokitopahar.com/