রাঙ্গামাটিতে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি পার্বত্য উন্নয়ন বোর্ড চেয়ারম্যানের শ্রদ্ধা

।। নিজস্ব প্রতিবেদক।।
অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে রাঙ্গামাটিতে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান রাষ্ট্রদূত (অবঃ) ড. সুপ্রদীপ চাকমা।

২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে তিনি শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে ভাষা আন্দোলনে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান ও তাদের আত্মার সদগতি কামনা করেন।

এসময় বোর্ডের ভাইস চেয়ারম্যান (যুগ্ম সচিব) মোহাম্মদ হারুন অর রশীদ, সদস্য প্রশাসন (উপ সচিব) মোঃ জসীম উদ্দিনসহ বোর্ডের কর্মকর্তা/কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।