রাঙ্গামাটিতে ফোরাম অন ইকোলজি এন্ড ডেভেলপমেন্ট (FED) গঠিত; টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য শক্তির নতুন উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক:: রাঙ্গামাটি
গতকাল ২৬ নভেম্বর ২০২৫: রাঙ্গামাটি পার্বত্য জেলার পরিবেশ সংরক্ষণ, টেকসই উন্নয়ন এবং নবায়নযোগ্য শক্তিকে উৎসাহিত করার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে গঠিত হয়েছে “পরিবেশ ও উন্নয়নের জন্য ফোরাম, রাঙ্গামাটি (FED-রাঙ্গামাটি)”। জাবারাং কল্যাণ সমিতি, ক্লিন (উপকূলীয় জীবিকা ও পরিবেশগত কর্ম নেটওয়ার্ক), এবং বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপ অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট (BWGED)-এর যৌথ উদ্যোগে এই ফোরামটি প্রতিষ্ঠিত হয়েছে।

ফোরামের সদস্যদের মধ্যে রয়েছেন শিক্ষক, সাংবাদিক, স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি, সৌরবিদ্যুৎ উদ্যোক্তা, বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, নারী উদ্যোক্তা এবং রাঙ্গামাটি পার্বত্য জেলার অঞ্চলের পরিবেশ সচেতন নাগরিকবৃন্দ।

ফোরামের প্রাথমিক লক্ষ্য হলো দেশের শক্তি খাতে জীবাশ্ম-জ্বালানি-ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প এবং সেগুলোর অর্থায়ন বন্ধের জন্য সম্মিলিতভাবে অ্যাডভোকেসি করা, একই সাথে সরকার এবং বহুপাক্ষিক ব্যাংকগুলোকে নবায়নযোগ্য শক্তিতে বিনিয়োগ বাড়াতে উৎসাহিত করা। স্থানীয় পর্যায়ে, ফোরামটি পৌরসভা এবং ইউনিয়ন পরিষদগুলোর সাথে ছাদের উপর সৌর প্যানেল (রুফটপ সোলার) প্রকল্প নিয়ে সমন্বয় করবে, জনসচেতনতা বৃদ্ধি করবে এবং আসন্ন জাতীয় নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর ইশতেহারে নবায়নযোগ্য শক্তির লক্ষ্যমাত্রা অন্তর্ভুক্ত করার জন্য কাজ করবে।

রাঙ্গামাটি শহরের রাজবাড়ী এলাকার ওলোনশাল রেস্টুরেন্টে আয়োজিত ফোরাম গঠন সভায় উপস্থিত ব্যক্তিবর্গ বলেন, “টেকসই উন্নয়ন কেবল বক্তৃতা বা প্রকল্পের বিষয় নয় – এর জন্য প্রয়োজন নাগরিক অংশগ্রহণ এবং রাজনৈতিক অঙ্গীকার। FED-রাঙ্গামাটিকে এই অঙ্গীকার বাস্তবায়নে নিরলসভাবে কাজ করতে হবে।” সভায় উপস্থিত ছিলেন স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং তরুণ পরিবেশ কর্মীরা। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কবি ও সাহিত্যিক শিশির চাকমা, সাংষ্কৃতিক ব্যক্তিত্ব মজিবুল হক বুলবুল, নারী নেত্রী গৈরিকা চাকমা, সাবেক পৌর কাউন্সিলর কালায়ন চাকমা, উন্নয়নকর্মী নুকু চাকমা, সংবাদকর্মী সৈকত রঞ্জন চৌধুরী, সমাজকর্মী স্নেহাশীষ চাকমা আশীষ, প্রকৌশলী গঙ্গা বিজয় চাকমা, সৌরবিদ্যুৎ সেবা প্রদানকারী মঙ্গল ক্ষেত্র চাকমা, আরও অনেকে।

সভায় উপস্থিত কৃষি ব্যাংক রাঙ্গামাটি শাখার ব্যবস্থাপক বাংলাদেশ সরকার কর্তৃক ঘোষিত গ্রীণ ব্যাংকিং-এর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং এ সংক্রান্ত উপস্থিত অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

আলোচনাশেষে রাঙ্গামাটি পার্বত্য জেলার বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুজিবুল হক বুলবুলকে সভাপতি এবং উন্নয়নকর্মী নুকু চাকমাকে সাধারণ সম্পাদক করে ১৯ সদস্যবিশিষ্ট FED রাঙ্গামাটি কমিটি ঘোষণা করা হয়।

এ সময় উল্লেখ করা হয় যে, বিগত দশকগুলোতে শুধুমাত্র বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলোর মালিকদের ক্যাপাসিটি চার্জ হিসেবে ১.৭২ লক্ষ কোটি টাকা পরিশোধ করা হয়েছে। আমদানিকৃত জীবাশ্ম জ্বালানির খরচ এবং ক্যাপাসিটি চার্জ মেটাতে পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড (PDB) ২.৫৩ লক্ষ কোটি টাকা লোকসান করেছে, যা করদাতাদের অর্থ থেকে ভর্তুকি দেওয়া হয়েছে। নবায়নযোগ্য শক্তির প্রসারের মাধ্যমেই এই ক্রমাগত আর্থিক ক্ষতি কাটিয়ে ওঠা এবং জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমানোর পথ।

ফোরাম গঠন সভায় স্থানীয় ও জাতীয় উভয় পর্যায়ে সচেতনতামূলক প্রচারাভিযান, মাসিক সভা, কর্মশালা এবং নির্বাচনকালীন অ্যাডভোকেসি কার্যক্রম পরিচালনার পরিকল্পনা ঘোষণা করেন। FED-রাঙ্গামাটি সরকারের প্রতি ২০৩০ সালের মধ্যে ৩০%, ২০৪০ সালের মধ্যে ৪০% এবং ২০৫০ সালের মধ্যে ১০০% নবায়নযোগ্য শক্তিতে রূপান্তরের জন্য একটি সুস্পষ্ট রোডম্যাপ প্রতিষ্ঠার এবং শক্তি বাজেটের কমপক্ষে ৪০% নবায়নযোগ্য শক্তি উদ্যোগের জন্য বরাদ্দ করার আহ্বান জানানো হয়।