
নিউজ ডেস্ক।।
পার্বত্য জেলা রাঙামাটির কাপ্তাই হ্রদে থেকে নিখোঁজ এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে।
গতকাল রোববার (১৫জানুয়ারি) সকালে বরকল উপজেলার আইমাছড়া ইউনিয়নে জগন্নাছড়া এলাকা থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। মৃত উত্তরা চাকমা (১২) রাঙামাটি শহরের ভেদভেদী পৌর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল।
জানা যায়, গত শুক্রবার কাপ্তাই হ্রদে নৌকা (বার্মিজ বোট) ডুবে নিখোঁজ হয় উত্তরা চাকমা। রোববার সকাল ৯টায় পূণ্য কুমার চাকমা নামে এক ব্যক্তি তার লাশ পানিতে ভাসমান অবস্থায় দেখতে পান। খবর পেয়ে বরকল থানা পুলিশ লাশটি উদ্ধার করে।
এ বিষয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করে বরকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিনহাজ আহমেদ ভূঁইয়া জানান, সকাল ৯টার দিকে জগন্নাথছড়া এলাকায় লাশটি ভেসে উঠে। পরে সেটি উদ্ধার করা হয়েছে।
উল্লেখ্য, গত শুক্রবার সকালে নৌকাযোগে (বার্মিজ বোট) স্কুলছাত্রী উত্তরা চাকমাসহ ১০ যাত্রী বরকল সদরে যাচ্ছিল। জগন্নাথছড়ামুখ এলাকায় কাপ্তাই হ্রদে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি লঞ্চ দ্রুতগতিতে এসে বোটের উপর দিয়ে উঠে যায়। এতে ছোট বোটটি ডুবে যায়। এ সময় বাকি যাত্রীরা প্রাণে বাঁচলেও নিখোঁজ হয় উত্তরা চাকমা। রোববার সকালে তার লাশ উদ্ধার করা হয়।
তথ্য ও ছবি: সংগৃহীত