রাঙ্গামাটির বরকলে প্রাণ কেড়ে নিচ্ছে ‘অজানা’ রোগ

।। অনলাইন ডেস্ক।।
রাঙামাটির বরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়নে ‘অজানা’ রোগে তিন মাসে ৫ জনের মৃত্যু হয়েছে। এখনো আক্রান্ত ১০-থেকে ১২জন। খবর পেয়ে স্বাস্থ্য বিভাগের ৬ সদস্যের একটি চিকিৎসক দল রওয়ানা করেছে। তবে তারা এখনো পৌঁছেনি, বৃহস্পতিবার সকাল নাগাদ তারা পৌঁছাবেন। এরপরই চিকিৎসা সেবা শুরু হবে, জানা যাবে রোগের ধরণ সম্পর্কে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খাবার থেকেই রোগের প্রার্দুভাব। শরীরে হঠাৎ করে ব্যথা অনুভব, তীব্র তাপমাত্রায় জ্বর, বমি বমি ভাব হয় এবং কেউ কেউ রক্ত বমি করে মারা গেছেন।

স্থানীয়রা মনে করছেন, জানুয়ারিতে ওই এলাকায় একটি প্রাচীন বট গাছ কাটা হয়। যার কারণে এই ঘটনা ঘটছে। আক্রান্তদের তারা কবিরাজি চিকিৎসাও করিয়েছেন।

বরকল উপজেলা পরিষদ চেয়ারম্যান বিধান চাকমা বলেন, আমি শুনেছি দুইদিন আগে। এখনো সেখানে ১০-১২ জন আক্রান্ত আছে বলে খবর পেয়েছি। এর আগে জানুয়ারি থেকে বিভিন্ন পরিবারের ৫জন মারা গেছেন এই রোগে। বিষয়টি জানার পরে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে জানিয়েছি। তিনি চিকিৎসক টিম পাঠানোর ব্যবস্থা নিয়েছেন।

বুধবার দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মংক্যছিং সাগর বলেন, আমি এই খবর পেয়েছি গতকাল। যার পরপরই সিভিল সার্জন স্যার ও ঢাকায় যোগাযোগ করি। ইতি মধ্যে ৬ সদস্যের একটি চিকিৎসক টিম ওষুধ ও প্রয়োজনীয় সরঞ্জাম সহকারে পাঠানো হয়েছে। জায়গাটি দুর্গম হওয়ায় তাদের বেশ কিছু পাহাড়ি পথ হেঁটে যেতে হবে। আশা করছি আগামীকাল থেকে চিকিৎসা শুরু করতে পারবে। তবে ঠিক কারণে এমন প্রাদুর্ভাব দেখা দিয়েছে তা সঠিক কোন খবর পাইনি, চিকিৎসকরা পৌঁছালে জানতে পারবো। প্রয়োজনে আক্রান্তদের উপজেলা হাসপাতালে নিয়ে আসতেও বলা হয়েছে চিকিৎসক টিমকে।

রাঙামাটির সিভিল সার্জন ডা. নিহার রঞ্জন নন্দী বলেন, খাবারের থেকে এই প্রাদুর্ভাব ছড়াচ্ছে বলে মনে হচ্ছে। চিকিৎসক টিম পাঠানো হয়েছে, সেখানে মোবাইল নেটওয়ার্ক তেমন না থাকায়, তারা ফিরলে বা তথ্য পাঠাতে পারলে বিস্তারিত জানা যাবে। ওই এলাকার লোকজন এতদিন আমাদেরকে বিষয়টি জানায়নি। জানালে আরো আগেই ব্যবস্থা নেয়া যেতো।
সূত্র: সিভয়েস২৪